ইমতিয়াজের বাড়ি ও দফতরে তল্লাশি, প্রযোজককে সমন এনসিবি-র

মুম্বই, ৯ অক্টোবর (হি.স.): প্রমোদতরী মাদক অভিযান মামলায় প্রযোজক ইমতিয়াজ খাত্রির বাড়ি ও দফতরে তল্লাশি অভিযান চালাল নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। শনিবার সকালে ইমতিয়াজের বান্দ্রা এলাকায় অবস্থিত বাড়িতে তল্লাশি অভিযান চালান এনসিবি-র আধিকারিকরা। পাশাপাশি তাঁর দফতরের তল্লাশি চালানো হয়। বাড়ি ও দফতরে তল্লাশি চালানোর পাশাপাশি এদিনই ইমতিয়াজকে হাজিরা দেওয়ার জন্য সমনও পাঠিয়েছে এনসিবি।

উল্লেখ্য, মাদক কাণ্ডে এই প্রথম নাম উঠে আসেনি প্রযোজক ইমতিয়াজের। সুশান্ত সিং রাজপুত মৃত্যু-মামলার সময়ও তাঁকে মাদক সরবরাহ করার অভিযোগ উঠেছিল ইমতিয়াজের বিরুদ্ধে। তাহলে কী আরিয়ান কাণ্ড ও সুশান্ত মামলার মধ্যে কোন যোগ রয়েছে? এখনই তা বলা সম্ভব নয়। এদিন ইমতিয়াজের বাড়িতে তল্লাশি চালিয়ে কী কী হাতে পেয়েছেন এনসিবি গোয়েন্দারা, তা জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *