মুম্বই, ৮ অক্টোবর (হি.স) : আসন্ন টি-২০ বিশ্বকাপে নতুন জার্সি পরে মাঠে নামবে ভারতের ক্রিকেট দল। শেষবার গত বছরের ডিসেম্বরে অস্ট্রেলিয়া সিরিজ শুরুর পর থেকে জার্সি পরিবর্তন হয় টিম ইন্ডিয়ার। ভারত সেই প্রথমবার রেট্রো জার্সি পরেছিল। নব্বইয়ের দশকের ক্রিকেট ভক্তরা নস্ট্যালজিকও হয়ে পড়েন। কারণ, ওই জার্সি ১৯৯২ বিশ্বকাপের অনুরূপ। বিসিসিআই শুক্রবার জানিয়েছে, আগামী ১৩ অক্টোবর বিরাট কোহলিদের জন্য নতুন জার্সির উন্মোচন করা হবে।
এমপিএল স্পোর্টস ভারতীয় দলের নতুন কিট স্পনসর এবং অফিসিয়াল মার্চেন্ডাইজ পার্টনার। এরাই নতুন কিট সরবরাহ করবে। ক্রিকেট ভক্তরা আশা করছেন যে এবার তাঁদের প্রিয় ঐতিহ্যবাহী নীল রং ফিরে আসবে ভারতীয় দলের জার্সিতে। যা ভারতীয় ক্রিকেটের জন্য সমার্থক।
২০২১ সালের ডিসেম্বর থেকে খেলোয়াড়রা যে গাড় নীল রঙের জার্সি খেলছে তা ১৯৯২ বিশ্বকাপের জার্সির অনুরূপ। যদিও, প্রাথমিক ভাবে পরিকল্পনা ছিল শুধুমাত্র অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ সিরিজের জন্য ওই জার্সি ব্যবহার করা হবে। তবে, ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজও ওই জার্সি পরে খেলেছে।

