স্টকহম, ৬ অক্টোবর (হি.স.): জৈব রসায়নে যুগান্তকারী সাফল্যের জন্য এ বছর যৌথভাবে রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী। জার্মানির বেঞ্জামিন লিস্ট ও ব্রিটেনের ডেভিড ডব্লিউ সি ম্যাকমিলান পেয়েছেন রসায়নে নোবেল। বুধবার রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেস রসায়নে নোবেল ঘোষণা করেছে। অপ্রতিসম অর্গানোক্যাটালাইসিস বা জৈব-অনুঘটন বিক্রিয়া আবিষ্কারের জন্য তাঁদের এই পুরস্কার দেওয়া হয়েছে।
বুধবার নোবেল কমিটির পক্ষ থেকে রসায়নে নোবেল জয়ীদের নাম ঘোষণা করা হয়। অপ্রতিসম অর্গানোক্যাটালাইসিস বা জৈব-অনুঘটন বিক্রিয়া আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পেয়েছেন বেঞ্জামিন লিস্ট ও ডেভিড ডব্লিউ সি ম্যাকমিলান। এই আবিষ্কার ওষুধ গবেষণায় বড় প্রভাব ফেলেছে এবং রসায়নকে আরও সবুজ করে তুলেছে। বেঞ্জামিন লিস্ট জার্মানির ফ্রাঙ্কফুর্টে ১৯৬৮ সালে জন্ম নেন। ৫৩ বছর বয়সী ডেভিড ডব্লিউ সি ম্যাকমিলান ব্রিটেনের বেলশিলে জন্ম নেন ১৯৬৮ সালে।

