লোগো প্রকাশ করে ২০২৪ ইউরোর ঢাকে কাঠি জার্মানির

বার্লিন, ৬ অক্টোবর (হি.স) : আগামী ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের লোগো প্রকাশ করল আয়োজক দেশ জার্মানি। বার্লিনের অলিম্পিয়াস্টাডিয়নের লোগো উন্মোচন অনুষ্ঠানে স্বল্পসংখ্যক অতিথি উপস্থিত থাকলেও দর্শকদের প্রবেশাধিকার ছিল না।
২০২৪ ইউরোয় নয়া লোগোতে হেনরি ডেলাউনে কাপের আউটলাইন রাখা হয়েছে। উয়েফার ৫৫টি সদস্য রাষ্ট্রের পতাকার রঙ থেকে ট্রফির চারপাশে ২৪টি রঙ তুলে ধরা হয়েছে। ইউরোপের সর্বোচ্চ পর্যায়ের আন্তর্জাতিক প্রতিযোগিতায় ২৪টি দেশই অংশগ্রহণের যোগ্যতাঅর্জন করে। আয়োজকরা সবাইকে স্বাগত জানিয়ে বলেন এবারের টুর্নামেন্টে বৈচিত্যের উদযাপন করা হবে। ২০২৪ ইউরোর আয়োজক হিসাবে জার্মানীর দশটি শহরকে বেছে নেওয়া হয়েছে। প্রতিটি শহরের উল্লেখযোগ্য নিদর্শনকে বেছে নেওয়া হয়েছে সেই শহরের পৃথক লোগোর জন্য। ২০২৪ সালের জুন ও জুলাই মাসে ইউরো কাপের আয়োজন করা হবে। পরের বছরই ম্যাচের সূচি প্রকাশ করবে উয়েফা। এর আগে ২০০৬ সালে বিশ্বকাপ ফুটবলের আয়োজন করেছিল জার্মানি।