One person tried to commit suicide : গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা এক ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর।। রাজধানী আগরতলা শহর সংলগ্ন সূর্যমনি নগর এর চৌমুহনী বাজার এলাকায় গণেশ অধিকারী নামে এক ব্যক্তি গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করে। স্ত্রীর পরকীয়া প্রেমে অতিষ্ঠ হয়ে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করলেন স্বামী। ঘটনা সূর্যমনি নগর সংলগ্ন চৌমুহনী বাজার এলাকায়। অগ্নিদগ্ধ অবস্থায় গণেশ অধিকারি নামে ওই ব্যক্তিকে দমকল বাহিনীর জওয়ানরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে ওই ব্যক্তি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।

ঘটনার বিবরণ দিয়ে অগ্নিদগ্ধ গণেশ বাবুর মেয়ে জানান, দেড় মাস ধরে অপর এক ব্যক্তির সঙ্গে তার মায়ের অবৈধ সম্পর্ক গড়ে উঠেছে। এনিয়ে পরিবারে ঝামেলা চলছিল। বাধা দিলেও মহিলা সেই বাধা মানেন নি।গতকাল পর পুরুষের সঙ্গে পালিয়ে যাওয়ার পর নিজ বাড়িতে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন স্বামী । তিনি গুরুতর আহত হন। দমকল কর্মীরা তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। বর্তমানে জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে গণেশ অধিকারী।জানা যায়, গণেশ অধিকারী স্ত্রী বাবুল ভট্টাচার্যী নামে এক ব্যক্তির সঙ্গে রবিবার পালিয়ে যায়।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।