National road blockade in Mungiakami : বিদ্যুৎ ও পানীয় জলের দাবীতে মুঙ্গিয়াকামীতে জাতীয় সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ৩ অক্টোবর৷৷ তেলিয়ামুড়া মহাকুমার মুঙ্গিয়াকামি ব্লকের অন্তর্গত আঠারমুড়া এডিসি ভিলেজের ৪৭ মাইলএলাকায় গিরি বাসীদের বিদ্যুৎ এবং পানীয় জলের সমস্যা নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে প্রায় প্রতি নিয়ত৷ বিদ্যুৎ এবং পানীয় জলের দাবিতে মুঙ্গিয়াকামি এলাকার জনজাতি রা জাতীয় সড়ক অবরোধ করে বসে দীর্ঘ সময় ধরে এর ফলে প্রায় প্রতি নিয়ত যানবাহন থেকে শুরু করে পথচলতি জনগণের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে কিন্তু প্রশাসন এক প্রকার নীরব দর্শকের ভূমিকায় তাদের সমস্যা নিরসনে বিভিন্ন সময় গিরি বাসীদের আশ্বাস দিলেও কাজের কাজ কিছুই হচ্ছে না বলে অভিযোগ৷


একপ্রকার বাধ্য হয়ে ফের একবার পানীয় জল ও বিদ্যুতের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করল গিরিবাসীরা৷ ঘটনা রবিবার মুঙ্গিয়াকামি থানাধীন ৪৭ মাইল এলাকায়৷ খবরে প্রকাশ, দীর্ঘদিন ধরে ৪৭ মাইল এলাকার গিরিবাসীরা পানীয় জলের সমস্যায় ভুগছে৷ একই সাথে বিদ্যুতের সমস্যাও রয়েছে৷ স্থানীয় প্রশাসনকে বহুবার যানিয়েও কোন সমাধান হয়নি বলে অভিযোগ৷ পরে এক প্রকার বাধ্য হয়ে রবিবার জাতীয় সড়ক অবরোধ করে৷ দুপুর প্রায় সাড়ে বারোটা থেকে শুরু হয় তাঁদের অবরোধ৷ প্রায় দুই ঘন্টা ধরে চলে৷ ফলে জাতীয় সড়কের দুপাশে অসংখ্য যানবাহন আটকে পরে৷


দেখা দেয় যাত্রী দুভর্োগ৷ খবর যায় মুঙ্গিয়াকামি থানায়৷ সঙ্গে সঙ্গেই ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী৷ পাশাপাশি ছুটে আসে প্রশাসনের অধিকারিকরাও৷ তাঁরা এসে গিরিবাসীদের সাথে দীর্ঘক্ষন কথাবার্তা বলেন৷ কিন্তু প্রথমে কোন ভাবেই গিরিবাসীদের মানাতে পারেনি প্রশাসনের আধিকারিকরা৷ পরে জলের সমস্যা অতি দ্রুত সমাধান করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় গিরিবাসীরা৷ তবে পানীয় জল নিত্য দিনের সমস্যা পাহাড়বাসীদের বিগত সরকারের সময় থেকেই চলছে তাঁদের দুভর্োগ৷ বর্তমান সময়েও একই অবস্থা এই নোংরা জল খেয়ে নানা রোগে আক্রান্ত হচ্ছে৷ পরে চিকিৎসার অভাবে বাড়িতেই মৃত্যুর কোলে ঢলে পড়ছে গিরিবাসীরা অন্যদিকে তাদের আরও অভিযোগ নীলমণি দেববর্মা এলাকায় প্রশাসনিক আধিকারিক থাকাকালীন সময় বিদ্যুৎ এবং জল এর এর কোন সমস্যা ছিল না তিনি এখান থেকে বদলি হওয়ার পর নাকি তাদের সমস্যা শুরু হয়ে যায় এখন দেখার বিষয় তাদের এই সমস্যা নিরসনে প্রশাসনিক আধিকারিকরা কী ভূমিকা গ্রহণ করেন৷