Rajasthan Royals won : চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সাত উইকেটে জয় রাজস্থান রয়্যালসের

দুবাই, ৩ অক্টোবর (হি.স) : আইপিএলের শেষে এসে চমক দেখাল রাজস্থান রয়্যালস। হারিয়ে দিল শীর্ষে থাকা ধোনির চেন্নাইকে। টুর্নামেন্টও জমিয়ে দিল। ধোনিরা হয়তো প্লে অফে চলে গিয়েছে, কিন্তু রাজস্থান জিতে অঙ্ক বদলে দিল। চেন্নাইয়ের হয়ে নিজের প্রথম শতরান করলেন ঋতুরাজ গায়কোয়াড। তাও আবার অপরাজিত থেকে। তা সত্ত্বেও অবশ্য দিনের শেষে দু’পয়েন্ট হাতছাড়াই হল চেন্নাইয়ের। কারণ পালটা দুরন্ত ইনিংস খেললেন রাজস্থানের যশস্বী জয়সওয়াল এবং শিবম দুবে। যার ফলে ২০ ওভারে ১৯০ রান তাড়া করতে নেমে ১৫ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নিল রাজস্থান রয়্যালস। পাশাপাশি লিগ টেবিলের শীর্ষে থাকা দলকে হারিয়ে প্লে-অফে যাওয়ার রাস্তাও খোলা রাখল তারা।

ধোনির দল করেছিল ১৮৯/৪, বিনিময়ে রাজস্থান করে ফেলেছে ১৯০/৩। ম্যাচের সেরা ঋতুরাজ গায়কোয়াড। শনিবার টসে জিতে ফিল্ডিং নেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। কিন্তু শুরু থেকেই মারমুখী মেজাজে ব্যাট করতে থাকেন ঋতুরাজ গায়কোয়াড। প্রথম দু’প্লেসিস (২৫), মঈন আলি (২১) এবং রবীন্দ্র জাদেজাকে সঙ্গে জুটি গড়ে তোলেন ঋতুরাজ। তিনিই ম্যাচের রাজা। ৬০ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন ঋতুরাজ। মারেন ৯টি চার এবং পাঁচটি ছয়। চেন্নাই ইনিংসের শেষদিকে ১৫ বলে ৩২ রান করেন রবীন্দ্র জাদেজাও। তিনি চারটি চার এবং ১টি ছয় মারেন। রাজস্থান বোলারদের মধ্যে কেবল রাহুল তেওটিয়া তিনটি উইকেট পান। একটি পান চেতন সাকারিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *