কলকাতা, ২ অক্টোবর (হি.স.): বিগত ২৪ ঘন্টা বৃষ্টির দেখা নেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। দক্ষিণের প্রায় সমস্ত জেলাতেই রোদ ঝলমলে আকাশ। এমতাবস্থায় উত্তরবঙ্গের কিছু জেলায় আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়। পাশাপাশি মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টির সতর্কতা জারি রয়েছে৷
বিগত কিছু দিন ধরে অবিরাম বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এখন বন্যা পরিস্থিতি। বন্যা পরিস্থিতির মধ্যেও এক লক্ষ কিউসেক জল ছেড়েছে ডিভিসি। ডিভিসির ছাড়া জলে নতুন করে প্লাবিত হল আমতা ২ নং ব্লকের বিনোলাকৃষ্ণবাটি ও থলিয়া গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। প্রশাসনের আশঙ্কা একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকা প্লাবিত হতে পারে। ভাগীরথী নদী থেকে কাটোয়া শহরে জল ঢুকছে। আতঙ্কিত নদী পাড়ের বাসিন্দারা। রাত থেকেই ভাগীরথীর কুল ছাপিয়ে কাটোয়া শহরের শ্মশানঘাট এলাকাতেও জল ঢুকছে। জানা গিয়েছে, অজয় নদের জল বাড়ার জন্যই এমন বিপত্তি। ডিভিসির ছাড়া জলে আরামবাগ মহকুমার চারটি বিধানসভা এবং তারকেশ্বরের বিস্তীর্ণ এলাকা ইতিমধ্যেই প্লাবিত। এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, উত্তরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।