Opportunity to get admission in the college : প্রত্যেকে কলেজে ভর্তির সুযোগ পাবে আশ্বাস দেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর৷৷ ত্রিপুরায় সকল ছাত্রছাত্রী কলেজে ভর্তির সুযোগ পাবে৷ এখনো আরও প্রায় ১০ হাজার ছাত্রছাত্রী কলেজে ভর্তির জন্য বাকি রয়েছে৷ কিন্ত, কলেজগুলিতে আসন খালি রয়েছে প্রায় ৭ হাজার৷ তাই, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং এমবিবি বিশ্ববিদ্যালয়ের কাছে ৩০ শতাংশ আসন বৃদ্ধির অনুমতি চেয়ে চিঠি দিয়েছে শিক্ষা দফতর৷ ফলে, দুশ্চিন্তার কোন প্রয়োজন নেই, কলেজে ভর্তির অপেক্ষায় থাকা ছাত্রছাত্রীদের এভাবেই আশ্বাস দিয়েছেন শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ৷ এক্ষেত্রে পছন্দ মতো কলেজ এবং সাবজেক্ট কপালে নাও জুটতে পারে৷ আজ সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষা মন্ত্রী ওই আশ্বাস দেওয়ার পাশাপাশি দৃঢ়তার সাথে জানিয়েছেন, গত বছর একইভাবে একজন ছাত্রও কলেজে ভর্তিতে বাদ যায়নি৷


এদিন তিনি বলেন, ত্রিপুরায় ২২টি ডিগ্রী কলেজে ভর্তির জন্য ২৬৭৮৩ জন আবেদন জানিয়েছে৷ তাদের মধ্যে প্রথম পর্যায়ে ১০৬৮২ জন, দ্বিতীয় পর্যায়ে ২৬১১ জন এবং তৃতীয় পর্যায়ে ২৯০০ জন ভর্তি হয়েছে৷ সর্বমোট ১৬১৯৩ জন এখন পর্যন্ত কলেজে ভর্তি হয়েছে৷ তাঁর মতে, আরও ১০ হাজার ছাত্রছাত্রী কলেজে ভর্তি বাকি রয়েছে৷ কিন্ত, আসন বাকি রয়েছে প্রায় ৭ হাজার৷ তাই, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এবং এমবিবি বিশ্ববিদ্যালয়ে ৩০ শতাংশ আসন বৃদ্ধি চেয়ে শিক্ষা দফতর চিঠি দিয়েছে৷ ওই আবেদন মঞ্জুর হবে বলে শিক্ষা মন্ত্রী আশা প্রকাশ করেছেন৷


তাঁর বক্তব্য, আগামী ৪ ও ৫ অক্টোবর পুণরায় ভর্তি প্রক্রিয়া শুরু হবে৷ তবে, ওই পর্যায়ে অনলাইনের বদলে স্পট রাউন্ডের মাধ্যমে ভর্তি নেওয়া হবে৷ তিনি বলেন, দরখাস্তকারীরা পছন্দমতো কলেজে ভর্তির জন্য আবেদন জানাবেন৷ তার ভিত্তিতে কলেজ কর্তৃপক্ষ নিজ নিজ কলেজে ৬ অক্টোবর মেধা তালিকা প্রকাশ করবেন৷ তাঁর কথায়, বাছাইকৃত ছাত্রছাত্রীদের ৭ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত ভর্তি প্রক্রিয়া অংশ নিতে হবে৷

শিক্ষামন্ত্রীর আবেদন, একজন আবেদনকারী কলেজে ভর্তি হওয়া থেকে বাদ যাবে না৷ তাই, অযথা ভর্তির জন্য দৌড়ঝাপ করার কোন প্রয়োজন নেই৷ কারণ, ইতিপূর্বে অনেকে কলেজে ভর্তি হলেও, অন্তত ২০০০ জন অন্যত্র উচ্চ শিক্ষার জন্য চলে যাবেন৷ ফলে, প্রত্যেকের ভর্তি নিশ্চিত, আশ্বাস দিয়ে বলেন শিক্ষামন্ত্রী৷