Another arrested in a truck-murder case : ট্রাকের খালাসি খুনের মামলায় গ্রেপ্তার আরও একজন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ রেন্টারস কলোনিতে লরির খালাসি খুনের মামলায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পূর্ব থানার পুলিশ৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ রেন্টারস কলোনিতে চাঞ্চল্যকর হত্যাকান্ডে জড়িত আরো একজনকে জালে তুলতে সক্ষম হয়েছে আগরতলা পূর্ব থানার পুলিশ৷

তার নাম সুমন দাস৷ পাঁচ দিনের পুলিশ রিমান্ডে তাকে আজ আদালতে সোপর্দ করা হয়৷ এ নিয়ে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে জড়িত ৩ জনকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ৷আগরতলা পূর্ব থানার ওসি সরোজ ভট্টাচার্য জানান এই ঘটনার আসল রহস্য উদঘাটনের জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷গতকাল গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে পূর্ব থানার পুলিশ সুমন দাস নামে যুবককে গ্রেপ্তার করে পূর্ব থানায় নিয়ে আসে৷ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷