নয়াদিল্লি, ১ অক্টোবর (হি.স.): করোনাভাইরাসের সংক্ৰমণ আগের তুলনায় অনেকটাই কমলেও, পুরোপুরি নির্মূল হয়নি। তাই দেশবাসীর কাছে দিল্লি এইমস-এর ডিরেক্টর অনুরোধ ডাঃ রণদীপ গুলেরিয়া অনুরোধ জানালেন, করোনা-সংক্রমণের বৃদ্ধি রুখতে য্থায্থভাবে বিধিনিষেধ মেনে চলুন। এ জন্য সকলের ভ্যাকসিন নেওয়া অত্যন্ত জরুরি।
করোনার বিরুদ্ধে লড়াইয়ে টিকাকরণকে একটি সুরক্ষা কবচও আখ্যা দিয়েছেন গুলেরিয়া। শুক্রবার তিনি বলেছেন, এখন দেশের করোনা-পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। টিকাকরণ অভিযান দ্রুততার সঙ্গে চলছে। সকলের ভ্যাকসিন নেওয়া ভীষণ প্রয়োজন। সামনের উৎসবের মরশুম। তাই দেশবাসীকে আরও সাবধান হওয়ার আহ্বান জানিয়েছেন গুলেরিয়া।