শোপিয়ানে এনকাউন্টারে মৃত্যু এক জঙ্গির, লুকিয়ে রয়েছে সম্ভবত দুই সন্ত্রাসী
শ্রীনগর, ১ অক্টোবর (হি.স.): জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলায় সন্ত্রাস-দমন অভিযানে ফের সাফল্য পেল সুরক্ষা বাহিনী। শোপিয়ানের রাখামা এলাকায় সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে একজন জঙ্গি। আরও এক অথবা দু’জন সন্ত্রাসী ওই এলাকায় লুকিয়ে রয়েছে। গোটা এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে সুরক্ষা বাহিনী। নিহত জঙ্গির নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে।
জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায় শোপিয়ানের রাখামা এলাকায় লুকিয়ে রয়েছে কয়েকজন সন্ত্রাসবাদী। সেই খবর পাওয়ার পর ওই এলাকায় অভিযান সুরক্ষা বাহিনী। তল্লাশি অভিযান চলাকালীন জওয়ানদের লক্ষ্য করে জঙ্গিরা গুলি চালায়। সুরক্ষা বাহিনীও পাল্টা জবাব ফিরিয়ে দেয়। সংঘর্ষে এক জঙ্গির মৃত্যু হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও গুলির লড়াই চলছে।