জলপাইগুড়ি, ৩০ সেপ্টেম্বর (হি. স.): জলপাইগুড়ি পুরসভার শিল্পসমিতি পাড়া এলাকায় বিধ্বংসী আগুনে পুড়ে ছাই একটি প্লাস্টিকের গোডাউন। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটে । প্রায় ৬ ঘণ্টার চেষ্টায় দমকলের তিনটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রনে আনে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
বৃহস্পতিবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। দ্রুত খবর দেওয়া হয় দমকলকেন্দ্রে। দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছোনোর আগেই আগুন ছড়িয়ে পড়ে। পাশের করলা নদী থেকে দমকল পাম্পের সাহায্যে জল তুলে আগুন নিয়ন্ত্রনে আনে দমকল বাহিনী। গোডাউনে কোনও বিদ্যুৎ সংযোগ ছিল না। তারপরেও কিভাবে সেখানে আগুন লাগল তা নিয়ে প্রশ্ন তুলেছেন গোডাউনের মালিক দীপক কুমার গোয়েল।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

