টোকিও, ২৯ সেপ্টেম্বর (হি.স.): জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন ফুমিও কিশিদা। ক্ষমতাসীন দলের নেতৃত্ব নির্বাচনের ভোটে জয়লাভ করেছেন ফুমিও কিশিদা। সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইয়োশিহিদে সুগা। সুগার পর জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন, তা ঠিক করতে ভোট নেওয়া হয়। নেতৃত্ব নির্বাচনের সেই ভোটে জয়লাভ করেছেন জাপানের প্রাক্তন বিদেশ মন্ত্রী ফুমিও কিশিদা।
জাপানের ক্ষমতাসীন দল নিজেদের নতুন নেতা নির্বাচিত করেছে প্রাক্তন বিদেশমন্ত্রী ফুমিও কিশিদাকে, প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে থাকলেও ভোটে হেরে গিয়েছেন ভ্যাকসিন প্রধান তারো কোনো। উল্লেখ্য, মাত্র এক বছরের জন্য জাপানের প্রধানমন্ত্রী ছিলেন ইয়োশিহিদে সুগা। সুগার পর এবার জাপানের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন ফুমিও কিশিদা।

