দিঘা, ২৯ সেপ্টেম্বর (হি.স.): বৃষ্টি তো হচ্ছেই, সঙ্গে দাপট রয়েছে ঝোড়ো হাওয়ার। তাই উত্তাল দিঘার সমুদ্র। সমুদ্র উত্তাল থাকায় জলে নামতে দেওয়া হয়নি কাউকে। এই সময়ে দিঘায় যাঁরা বেড়াতে গিয়েছেন তাঁদের স্বাভাবিকভাবেই মন খারাপ। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে গভীর নিম্নচাপের জেরে পূর্ব মেদিনীপুর জেলায় মঙ্গলবার রাত থেকেই বৃষ্টিপাত হয়। যার জেরে নিচু এলাকাগুলি ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে।
গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র হলদিয়াতেই বৃষ্টি হয়েছে ২১৬ মিলিমিটার। কাঁথি এবং দিঘাতেও ভারী বৃষ্টি হয়েছে। কাঁথিতে গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১০৩ মিলিমিটার। বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার জন্য দিঘার সমুদ্র উত্তাল থাকায় নামতে দেওয়া হয়নি কাউকে। পর্যটকদের ভিড় এড়াতে হোটেলগুলি অবশ্য খালি করার নির্দেশ আগেই দেওয়া হয়েছিল। এদিন সকালে সমুদ্রের ধারে খুব বেশি মানুষজনকে দেখা যায়নি।

