নিউইয়র্ক, ২২ সেপ্টেম্বর (হি.স.): রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভার ৭৬ তম অধিবেধনের ফাঁকে দক্ষিণ কোরিয়া, ইতালি ও হাঙ্গেরি-এই তিন দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে বৈঠক করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। দক্ষিণ কোরিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বহু গুরুত্বপূর্ণ নিয়ে আলোচনা করেছেন জয়শঙ্কর। ভ্রমণ ও টিকা নিয়ে জয়শঙ্কর কথা বলেছেন ইতালির বিদেশমন্ত্রীর সঙ্গে। হাঙ্গেরির বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর টুইট করে জয়শঙ্কর জানিয়েছেন, বাণিজ্য ও বিনিয়োগ-সহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়েছে।
এস জয়শঙ্কর নিজেই টুইট করে বিভিন্ন দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে বৈঠকের বিষয়ে জানিয়েছেন। দক্ষিণ কোরিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর টুইট করে জয়শঙ্কর জানিয়েছেন, “আমাদের সম্পর্ক নিয়ে দ্বিপাক্ষিক বহু বিষয়ে আলোচনা হয়েছে।” ইতালির বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এস জয়শঙ্কর জানিয়েছেন, টিকা ও ভ্রমণ সম্পর্কিত বিষয়ে আলোচনা করা হয়েছে। দক্ষিণ কোরিয়া, ইতালি ও হাঙ্গেরি ছাড়াও অস্ট্রেলিয়া, সাইপ্রাস, বেলজিয়াম, লিথুয়ানিয়া, ভিয়েতনাম প্রভৃতি দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন এস জয়শঙ্কর।

