নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (হি.স.): করোনার ভয় আর পিছু ছাড়ছে না, এবার করোনা-সংক্রমণ ধরা পড়ল সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে। কোভিডে আক্রান্ত হয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের খেলোয়াড় টি নটরাজন, ক্রিক্রেটার রয়েছেন আইসোলেশনে। আইপিএল-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আরটি-পিসিআর টেস্টের সময় সানরাইজার্স হায়দরাবাদের খেলোয়াড় টি নটরাজনের শরীরে করোনার সন্ধান মিলেছে। আইসোলেশন রয়েছেন নটরাজন।
আইপিএল জানিয়েছে, চিহ্নিত করা হয়েছে তাঁর সান্নিধ্যে আসা আরও ছ’জনকে, যাঁদের মধ্যে একজন ক্রিকেটারও রয়েছেন। তাঁদেরও নিভৃতবাসে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নিভৃতবাসে পাঠানো হয়েছে অল-রাউন্ডার বিজয় শঙ্কর, টিম ম্যানেজার বিজয় কুমার, ফিজিও শ্যাম সুন্দর, টিম ডাক্তার অঞ্জনা, লজিস্টিক ম্যানেজার তুষার খেড়কর ও নেট বোলার পি গণেশনকে। আইপিএলের তরফে বিজ্ঞপ্তি জারি করে নটরাজনের করোনা আক্রান্ত হওয়ার কথা জানানো হয়। সঙ্গে এও জানানো হয়েছে যে দলের বাকিদের করোনা রিপোর্ট নেগেটিভ।