নিজস্ব প্রতিনিধি,আগরতলা,২১ সেপ্টেম্বর।। মোহনপুরের বিজয়নগর গ্রামের সরকার পাড়াতে গতকাল রাতে এক রাবার বাগানের মালিকের বাড়ি থেকে দুটি মেশিন চুরি হয়ে গেছে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে।
রাবার ব্যবসায়ীর সিট বানানোর মেশিন চুরি করে নিয়ে গেল চোরেরা।ঘটনা মোহনপুরের বিজয়নগর গ্রামের সরকার পাড়াতে।এই পাড়ার বাসিন্দা নিরঞ্জন সরকার তার নিজস্ব রাবার বাগান থেকে সংগ্রহ হওয়া রাবার থেকে সিট তৈরি করে তা বিক্রি করে জীবিকা নির্বাহ করে থাকেন।সিট তৈরীর দুটি মেশিন রয়েছে উনার বাড়িতে। মঙ্গলবার সকালে নিরঞ্জন বাবু দেখতে পান উনার মেশিন দুটি বাড়িতে নেই।মেশিন দুটি চুরি গেছে ধারণা করতে পেরে উনি বিষয়টি জানান সিধাই থানাতে।রাতের নির্জনতার সুযোগে চোরেরা এই কান্ডটি সংঘটিত করেছে।মেশিন দুটির বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা।

