Bar Association elections held : গোমতী জেলা বার এ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৯ সেপ্ঢেম্বর৷৷ রবিবার উদয়পুর গোমতী জেলা বার এ্যাসোসিয়েশনের নির্বাচনে ভারতীয় জনতা পার্টি সমর্থিত প্যানেলের বিজয়ী প্রার্থীদের এবং ভোটারদের অভিনন্দন জানিয়েছেন রাজ্যের কৃষক ও কৃষক কল্যাণ দপ্তর, পরিবহন ও পর্যটনমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়৷ অভিনন্দন জানান ভারতীয় জনতা পার্টি গোমতী জেলা কমিটির সভাপতি অভিষেক দেবরায় ও আর কে পুর মন্ডল সভাপতি প্রবীর দাস৷


উল্লেখ্য আজকের এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি সমর্থিত প্যানেলের সভাপতি পদে শেখর দেব, সহ-সভাপতি পদে প্রণব দেব, সম্পাদক স্বপন মজুমদার, সহ-সম্পাদক রানা দত্ত, কোষাধ্যক্ষ পল্টু দাস, অডিটর পদে শ্যাম কৃষ্ণ দাস এবং সদস্য পদে আশীষ শীল, দিলীপ দে, দেবজিতা শিব, শুভজিৎ দেব এবং সঙ্গীতা দেবনাথ বিজয়ী হয়েছেন৷উল্লেখ্য এবারের এই জেলা বার এসোসিয়েশন নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের বিজয়ী করতে মাননীয় মন্ত্রী ভোটারদের মধ্যে ব্যাপক প্রচার অভিযান চালান৷


নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন নবনির্বাচিত এই প্যানেল আইনজীবীদের এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে সেবামূলক কাজে নিজেদের গুরুত্বপূর্ণ অবদান রাখবেন৷ এখানে উল্লেখ থাকে যে দীর্ঘ দিন বাম বিরোধী আন্দোলনের সক্রিয় ভূমিকা পালন করেছেন উদয়পুরের সিনিয়র এডভোকেট যোগেন্দ্র দাস৷ ২০১৮ সালে সরকার পরিবর্তনের পর যোগেন্দ্র দাস পাবলিক প্রসিকিউটর ও গভর্নমেন্ট প্রসিকিউটর হিসেবে তিনি তিন বছর কাজ করেছেন৷ কিন্তু এই সুযোগ পাওয়ার পর কোন এক অজ্ঞাত কারণে দীর্ঘ দিনের বাম বিরোধী আন্দোলনের সক্রিয় ভূমিকা পালনের পর আজ সি পি এমের প্যানেলে উদয়পুর গোমতি জেলা বার এসোসিয়েশনে সভাপতি পদে পরাজিত হওয়ায় সংশ্লিষ্ট মহলে ছি:ছি: রব উঠেছে৷ অপরদিকে উদয়পুর বার এসোসিয়েশনের নির্বাচনে বারোটি পদের মধ্যে এগারোটি পদ দখল করেছে বিজেপি প্যানেল, সি পি এমের প্যানেলে একটি পদ- সাধারন সদস্য হিসেবে জয়লাভ করেছেন রাজীব ঘোষ৷ অপর দিকে মোট ভোটার ছিলেন ৪৪জন৷ ৪৩ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন৷ সর্বাধিক ৩৯ টি ভোট পেয়েছেন শাসক দলীয় প্যানেলর সঙ্গীতা দেবনাথ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *