নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৯ সেপ্ঢেম্বর৷৷ এবার পানিসাগর থানার হাতে আটক চবিবশ লক্ষাধিক টাকার শুকনো গাঁজা৷ গোপন সংবাদের ভিত্তিতে পানিসাগর থানার নাকা পয়েন্টে আসাম আগরতলা জাতীয় সড়কের উপর এ এস জিরো ওয়ান জি সি সেভেন থ্রি ফোর নাইন নম্বরের দশ চাকার লরিতে তল্লাশি চালিয়ে উদ্ধার এই বিপুল পরিমাণ গাঁজা৷সাথে আটক লরি চালক দিলিপ তিওয়ারি৷পানিসাগর থানার পুলিশ একটি এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে দিয়েছে৷ আগামীকাল ধৃত চালককে জেলা আদালতে সোপর্দ করবে পুলিশ৷
ঘটনার বিবরণে প্রকাশ, উত্তর জেলার পানিসাগর থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ৮ নং আসাম আগরতলা জাতীয় সড়কের উপর নাকা পয়েন্টে তল্লাশি চালিয়ে দশ চাকার লরি থেকে চবিবশ লক্ষাধিক টাকার শুকনো গাঁজা উদ্ধার করে পানিসাগর থানার পুলিশ৷এ এস জিরো ওয়ান জি সি সেভেন থ্রি ফোর নাইন নম্বরের দশ চাকার লরিতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় এই বিপুল পরিমাণ গাঁজা৷সাথে আটক করা হয় লরি চালক দিলিপ তিওয়ারি(৩২) পিতা সারদা তিওয়ারি৷তার বাড়ি উত্তর প্রদেশের পাকাডিয়ার পুরব কুটি এলাকায়৷ বর্তমানে বিপুল পরিমাণ গাঁজা সহ লরি ও চালক পানিসাগর থানার হেফাজতে রয়েছে৷ এদিকে পানিসাগর থানার ওসি সৌগত চাকমা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানার নাকা পয়েন্টে তল্লাশি চালিয়ে দশ চাকার লরি থেকে তেইশ প্যাকেটে মোট দুইশো ঊনোপঞ্চাশ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ৷ উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্য প্রায় চবিবশ লক্ষাধিক টাকা৷সাথে আটক করা হয় লরি ও লরি চালককে৷ওসি আরো জানান, উদ্ধারকৃত গাঁজা গুলি কেবিনের পেছনে গুপন শুরুং এর ভেতরে করে নিয়ে যাচ্ছিল৷এই গাঁজা গুলি আগরতলা থেকে বহিঃ রাজ্যে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল বলে চালক পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে৷ওসি শ্রী চাকমা আরো বলেন,পানিসাগর থানার পুলিশ একটি এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে দিয়েছে৷ আগামীকাল ধৃত চালককে ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করবে পানিসাগর থানার পুলিশ৷

