নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্ঢেম্বর৷৷ প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূল কংগ্রেসের নেত্রী পান্না দেবের মুক্তির দাবিতে থানা ঘেরাও করল তৃণমূল কংগ্রেস৷ বিক্ষোভ মিছিল সংঘটিত করে থানার সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা৷ উল্লেখ্য, গত ৩ সেপ্ঢেম্বর ইন্দ্রনগর কবরখলা এলাকায় প্রাক্তন কাউন্সিলর পান্না দেবের ভাতিজির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছিল৷ পরবর্তী সময়ে মৃতদেহের পাশাপাশি একটি সুইসাইড নোট উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ৷
সুইসাইড নোটে স্পষ্ট করে লেখা ছিল প্রাক্তন কাউন্সিলর পান্না দেব সহ পরিবারে আরো দুজন ব্যক্তির কারণে রাজশ্রী দেব আত্মহত্যার পথ বেছে নিয়েছে৷এরই পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে৷ রবিবার সকালে পূর্ব মহিলা থানার পুলিশ পান্না দেবকে বাড়ি থেকে জিজ্ঞাসাবাদ করতে নিয়ে আসে থানায়৷ পরবর্তী সময়ে পান্না দেবকে গ্রেফতার করে কোর্টে তুলে পুলিশ৷ আদালত দু দিনের পুলিশ রিমান্ডে পাঠায় পান্না দেবকে৷ কিন্তু পান্না দেব ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন৷ তাই তৃণমূল কংগ্রেসের তিনি প্রথম সারির নেতৃত্বও বটে৷
কিন্তু পান্না দেবের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেই অভিযোগের তীব্র বিরোধিতা জানায় রাজশ্রীর পরিবার এবং তৃণমূল কংগ্রেস৷ প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা সোমবার লাল বাহাদুর চৌমুহনী স্থিত তৃণমূল কংগ্রেসের ক্যাম্প থেকে একটি বিক্ষোভ মিছিল সংঘটিত করে পূর্ব মহিলা থানার সামনে এসে বিক্ষোভ দেখায়৷ দীর্ঘক্ষন থানা ঘেরাও করে রাখে৷ উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব সুবল ভৌমিক৷তিনি জানান, সেদিন সুইসাইড নোট বলে কিছু উদ্ধার করেনি পুলিশ৷
পরবর্তী সময়ে রাজশ্রী ভাইকে থানায় ডেকে নিয়ে একটি অভিযোগ দায়ের করে পুলিশ৷ রবিবার পান্না দেবকে থানায় ডেকে এনে গ্রেপ্তার করে পুলিশ রিমান্ডে পাঠায়৷ এটা সম্পূর্ণ একটা প্রতিহিংসামূলক ঘটনা৷ এতে স্পষ্ট রাজ্যে আইন বলতে কিছুই নেই৷তাই সোমবার বিক্ষোভ প্রদর্শন করা হয় বলে জানান সুবল ভৌমিক৷ মহকুমা পুলিশ আধিকারিক তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দলের সাথে দেখা করে বলেন সুইসাইড নোট উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ৷ পুলিশের কাছে একটা বড় প্রমাণ৷
কিন্তু সুইসাইড নোটের উপর আস্থা রাখতে পারছে না তৃণমূল কংগ্রেস৷ কারণ পুলিশ রাজশ্রী আত্মহত্যার পর ফরেন্সিক টিম তারা কোনো রকমের তদন্ত করেনি৷ তাই তৃণমুল কংগ্রেস মনে করছে এটা একটা প্রতিহিংসামূলক চক্রান্ত৷ কিন্তু এই ধরনের প্রতিহিংসা তৃণমূল কংগ্রেস মেনে নেবে না বলে জানান সুবল ভৌমিক৷ দেশে আইন মানতে চাইছে না রাজ্যের মুখ্যমন্ত্রী৷ বিগত দিনের ইতিহাস জানেন না তিনি৷ এভাবে প্রতিহিংসামূলক ষড়যন্ত্র করলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে তৃণমূল কংগ্রেস বলে তিনি হুশিয়ারি দেন৷ কারণ রাজ্যের পুলিশ প্রশাসন সরাসরি মহাকরণের সাথে কথা বলে এ ধরনের ঘটনা ঘটেচ্ছে৷

