Siege the police headquarters : পুলিশ হেডকোয়র্টার ঘেরাও, পথ অবরোধ যুব কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্ঢেম্বর৷৷ শনিবার সোনামুড়াতে কর্মসূচি করতে গেলে প্রদেশ যুব কংগ্রেসের সভাপতি পূজন বিশ্বাসের উপর আক্রমণের প্রচেষ্টা হয়৷ এদিন দুইবার দুসৃকতিকারীরা ছুরি নিয়ে আক্রমণের প্রচেষ্টা করেছে৷ কিন্তু ঘটনা চবিবশ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত দুষৃকতিকারিদের গ্রেপ্তার করেনি৷ এমনটাই অভিযোগ তুলে রবিবার সন্ধ্যায় রাজ্য পুলিশের সদর কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখায় যুব কংগ্রেস৷


পরবর্তী সময় একটি প্রতিনিধিদল রাজ্য পুলিশের মহানির্দেশকের উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করে৷ ডেপুটেশনের পর যুব কংগ্রেসের পশ্চিম জেলা সভাপতি অনির্বাণ সাহা জানান, শনিবার সোনামুড়াতে প্রদেশ যুব কংগ্রেস সভাপতি পুজন বিশ্বাসের উপর কৈলাসশহরের বাসিন্দা রশিদ মিয়া নামে এক ব্যক্তি আক্রমণের প্রচেষ্টা করে৷ কিন্তু এখন পর্যন্ত কোনো অভিযুক্তকে গ্রেফতার করেনি পুলিশ৷ তাই পুলিশকে জানানো হয়েছে, পুলিশ যাতে আগামী ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করে তার জন্য দাবি জানানো হয়েছে৷ নয়তো আগামী ২৪ ঘন্টা পর সারা রাজ্যে উত্তাল আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান সদর জেলা যুব কংগ্রেস সভাপতি অনির্বাণ সাহা৷ এদিন ডেপুটেশন প্রদানকালে প্রতিনিধি দলে এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেসের সহ-সভাপতি প্রসেনজিৎ দাস, লিটন ঘোষ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *