BRAKING NEWS

Helpless activists of the BJP : অসহায় বিজেপির একনিষ্ঠ কর্মী নেতাদের দ্বারে দ্বারে ঘুরেও মাথা গোঁজার ঠাঁই পেল না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট।। অসহায় বিজেপির একনিষ্ঠ কর্মী নেতাদের দ্বারে দ্বারে ঘুরেও মাথা গোঁজার ঠাঁই পেল না। ঘটনা কমলাসাগর বিধানসভার মধুপুর পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ড এলাকার নগর পাড়াতে। মিলল না মাথা গোঁজার জন্য একটি ঘর। এরই পরিপ্রেক্ষিতে একপ্রকার ক্ষোভ উগরে দিলেন বিজেপির একনিষ্ঠ কর্মী। ঘটনা কমলাসাগর বিধানসভার মধুপুর পঞ্চায়েতের ৫নং ওয়ার্ড এলাকার নগর পাড়াতে।সেই অসহায় পরিবারের কর্তার নাম অজিত দাশ। তিনি বলেন সর্বদাই বাম আমলে বিরোধী সমর্থক হিসেবে কাজ করে এসেছেন। কিন্তু বর্তমান সরকার আসার পূর্বেই বিজেপির একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করেছেন।

পরবর্তী সময়ে সরকার আসার পর স্থানীয় নেতাদের কাছে দাবি রেখেছিলেন বিপিএল পরিবার হওয়ার সুবাদে পরিবারের চারজন সদস্য সদস্যা নিয়ে অনেক কষ্ট করে দিন কাটাতে হচ্ছে। দাবি রেখেছিলেন একটি ঘর দেওয়ার জন্য ।গত সাড়ে তিন বছর যাবত দাবি জানানোর পরেও কাজের কাজ কিছুই হয়নি ।অথচ পঞ্চায়েতের বিভিন্ন এলাকার মধ্যে যারা রয়েছে কোটিপতি হিসেবে তাদের ঘরের ব্যবস্থা করা হয়েছে ।এদিকে অজিত দাশ জানান তিনি বিকলাঙ্গ হওয়ার পরিপ্রেক্ষিতে সঠিক ভাবে কাজ-কর্ম করতে পারছে না ।তার স্ত্রী অন্যের বাড়িতে কাজ করে কোনরকমে সংসার প্রতিপালন করছে। কিন্তু ঘর তোলার মতো কোন সামর্থ্য নেই। বর্তমানে একটি কন্যা সন্তান রয়েছে ।অনেক কষ্ট করে সংসার প্রতিপালন করতে হচ্ছে। এদিকে জানা যায়, মধুপুর পঞ্চায়েতের প্রধান নিজ বাড়ির মধ্যে দুইটি ঘর নিয়ে নিয়েছেন কাউকে না জানিয়েই। আরো জানা যায় ,এই পঞ্চায়েত এর মধ্যে অনেক লোক রয়েছে যাদের কোন ঘরের প্রয়োজন নেই সেই পরিবার ঘর পেয়েছে । তাতে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।এখন দেখার বিষয় সেই অসহায় পরিবারটির জন্য স্থানীয় পঞ্চায়েত কোন ব্যবস্থা করে কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *