BRAKING NEWS

Government is giving importance to the health : কোভিড অতিমারীর মধ্যেও রাজ্যে নাগরিকদের স্বাস্থ্য সুুরক্ষার পাশাপাশি কর্মসংস্থানের বিষয়টিকেও গুরুত্ব দিচ্ছে সরকার : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ আগস্ট।। রাজ্যের সার্বিক উন্নয়নে কাজ করছে সরকার৷ কোভিড অতিমারীর মধ্যেও নাগরিকদের স্বাস্থ্য সুুরক্ষার পাশাপাশি কর্মসংস্থানের বিষয়টিকেও গুরুত্ব দিচ্ছে সরকার৷ বিভিন্ন জনমুখী প্রকল্পের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যৎ, পানীয়জল সহ পরিকাঠামো উন্নয়ন সরকারের গুরুত্বের ক্ষেত্র৷ আজ খোয়াই জেলায় চেবরি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও তুলাশিখর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ মুখ্যমন্ত্রী এদিন প্রথমে চেবরি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে কোভিড টিকাকরণ সম্পর্কে আরও ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে সবার স্বতঃস্ফূর্ত সহযোগিতা প্রত্যাশা করেন৷ এরপর তুলাশিখর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন করে তিনজনের হাতে আয়ুমান ভারত প্রকল্পের ই-কার্ড তুলে দেন৷ চেবরি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবনের জন্য ভূমি দান করেছেন এমন চারজনকে এদিন সম্মানিত করেন মুখ্যমন্ত্রী৷


মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই দুটি অনুষ্ঠানে বলেন, কোভিড টিকাকরণে গোটা দেশে শীর্ষে রয়েছে ত্রিপুরা৷ রাজ্যের স্বাস্থ্যকর্মীরা ছড়া, নালা, বনভূমি অতিক্রম করে মানুষের কাছে টিকা পৌঁছে দিচ্ছেন৷ গোটা রাজ্যে ৯১ শতাংশের অধিক টিকাকরণ হয়ে গেলেও তুলাশিখর এলাকা এখনও টিকাকরণের দিক থেকে কিছুটা পিছিয়ে৷ প্রসঙ্গক্রমে মুখ্যমন্ত্রী বলেন, সবার আগে প্রয়োজন আমাদের স্বাস্থ্যের সুুরক্ষা৷ একটা অংশ টিকাকরণ সম্পর্কে বিভ্রান্তি ছড়িয়েছিলেন৷ তারাই সবার আগে এখন টিকা গ্রহণ করছেন৷ প্রধানমন্ত্রী নিজে টিকা গ্রহণ করে এর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে গোটা দেশের মানুষকে আশ্বস্ত করেছেন৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মার্গদর্শনে নাগরিকদের স্বাস্থ্য সুুরক্ষাকে গুরুত্ব দিয়ে রাজ্যে ১০০ শতাংশ কোভিড টিকাকরণের উদ্যোগ নেওয়া হয়েছে৷ মুখ্যমন্ত্রী তুলাশিখর এলাকার নাগরিকদের আরও বেশি করে কোভিড টিকা গ্রহণ করার আহ্বান জানান৷ পাশাপাশি মুখ্যমন্ত্রী রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলির সুুবিধা গ্রহণে জনজাগরণ তৈরি করতে গুরুত্ব আরোপ করেন৷


রাজ্যে এমজিএন রেগায় বেড়েছে শ্রমদিবসের কাজ৷ অ্যাসপিরেশনাল ব্লকগুলিতেও এমজিএন রেগায় শ্রমদিবসের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে৷ শুধু তাই নয় রেগার মজরিও বৃদ্ধি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এখন কেন্দ্রীয় ব’নার স্প্লোগান নয় বরং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুুফল পাচ্ছেন রাজ্যের মানুষ৷ কোনও ধরনের আন্দোলন ছাড়াই রাজ্যের মানুষ কেন্দ্রীয় প্রকল্পের সহায়তা পাচ্ছেন৷
মুখ্যমন্ত্রী বলেন, ২০২২-এর মধ্যে সবার জন্য পাকা বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছেন প্রধানমন্ত্রী৷ তারই ফলশ্রতিতে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ১ লক্ষ ৮০ হাজার গৃহ পেতে চলেছে রাজ্য৷ মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকারের সদিচ্ছার ফলে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুুফল পাচ্ছেন রাজ্যের মানুষ৷ এরফলে শহর থেকে গ্রাম সর্বত্র পৌঁছে যাচ্ছে পাকা রাস্তা, বিদ্যৎ, পরিশ্রত পানীয়জল, শিক্ষা, স্বাস্থ্য, রান্নার গ্যাস সহ আয়ুমান ভারত প্রকল্পের অন্তর্গত স্বাস্থ্য সুুরক্ষার সুুযোগ৷ প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধির সহায়তায় রাজ্যে ক’ষকরা বছরে ৩ কিস্তিতে ৬ হাজার টাকা করে পাচ্ছেন৷ ক’ষকদের কাছ থেকে সহায়কমূল্যে ধান কেনার সিদ্ধান্তের ফলে ক’ষিকাজে আগ্রহী হচ্ছেন অন্নদাতারা৷


তুলাশিখর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে জনজাতি কল্যাণমন্ত্রী মেবার কুমার জমাতিয়া বলেন, রাজ্যের নাগরিকদের মানোন্নয়ন সরকারের অগ্রাধিকারের ক্ষেত্র৷ স্বাস্থ্য ঠিক না থাকলে কোনও কাজ সঠিকভাবে করা সম্ভব নয়৷ তাই স্বাস্থ্য সুুরক্ষাকে গুরুত্ব দিয়ে সমস্ত কর্মব্যস্ততার মধ্যেও সবার আগে কোভিড টিকা গ্রহণ করার উপর গুরুত্ব আরোপ করেন তিনি৷ কোভিড অতিমারীর মধ্যেও রাজ্যে বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলছে৷ স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে একযোগে ১৫৬ জন চিকিৎসক নিয়োগ করা হয়েছে৷ এছাড়াও গোটা রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে সরকার গুরুত্ব দিচ্ছে৷ যারা এখনও টিকা গ্রহণ করেননি তাদের বাড়িতে গিয়ে টিকা প্রদানের গুরুত্ব সম্পর্কে জনজাগরণ তৈরিতে সবার সহযোগিতা প্রত্যাশা করেন তিনি৷


স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব জে কে সিনহা বলেন, সবার আগে ১০০ শতাংশ কোভিড টিকাকরণে রাজ্যের লক্ষ্যমাত্রা পূরণে সমান অংশীদার হতে হবে তুলাশিখর ব্লককেও৷ বিভিন্ন সরকারি প্রকল্পের সুুবিধা যেমন সফলভাবে এই এলাকায় বাস্তবায়িত হয়েছে ঠিক তেমনি কোভিড টিকাকরণের সুুফল গ্রহণ করতেও সবার প্রতি আহ্বান জানান তিনি৷ তিনি বলেন, স্বাস্থ্য পরিষেবার বিকেন্দ্রীকরণে গুরুত্ব দিয়েছে রাজ্য সরকার৷ কোভিড টিকাকরণে ত্রিপুরা দেশের প্রথম সারিতে রয়েছে৷ যারা এখনও টিকা গ্রহণ করেননি তাদেরকে টিকাকরণের আওতায় আনতে সবার সর্বাঙ্গীন সহযোগিতা প্রত্যাশা করেন তিনি৷ চেবরি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও তুলাশিখর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী, ক্রীড়া পর্ষদের সচিব অমিত রক্ষিত, খোয়াই জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা, এন এইচ এমের মিশন অধিকর্তা ডা. সিদ্ধার্থ শিব জয়সওবাল, পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধ দপ্তরের অধিকর্তা রাধা দেববর্মা, খোয়াই জেলার জেলাশাসক মিতা মল সহ অন্যান্য আধিকারিকগণ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *