Preparing to start the game : রাজ্যে খেলা শুরুর প্রস্তুতি তৃণমূলের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই৷৷ রাজ্যে পুরো উদ্যমের সাথে খেলা শুরুর প্রস্তুতি নিয়েছে তৃণমূল কংগ্রেস৷ বিজেপি বিরোধী মঞ্চ গঠনে ত্রিপুরার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গবেষণায় আই-প্যাককে পাঠিয়ে থেমে যাননি তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী৷ আজ এলেন ব্রাত্য বসু, মলয় ঘটক এবং ঋতব্রত ব্যানার্জী৷ এসেই সাংবাদিক সম্মেলনে সুর চড়ালেন তিন জনেই৷ শুধু তাই নয়, ঘুঁটি সাজাতে পুরনো বন্ধু সুবল ভৌমিকের সাথে গোপনে বৈঠক করেছেন তাঁরা৷ আগামীকাল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ও ডারেক ও ব্রায়েন আসছেন৷ তারপর ত্রিপুরার মাটিতে পা রাখবেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক ব্যানার্জী৷ সব মিলিয়ে ২০২৪ লোকসভা নির্বাচনের লক্ষ্যে ত্রিপুরায় আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ হিসেবে বেছে নিয়েছে তৃণমূল, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল৷


প্রশান্ত কিশোরের সংস্থা আই-প্যাক ইতিমধ্যে সমীক্ষার কাজ সেরে নিয়েছে বলে সূত্রের খবর৷ স্বাভাবিকভাবে, ওই সমীক্ষার রিপোর্টের জোরেই সম্ভবত বামেদের আমন্ত্রণ জানানোর কৌশল স্থির করেছে তৃণমূল৷ কারণ, আজ প্রকাশ্যেই বামেদের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়েছে সমর্থন চেয়েছেন ব্রাত্য বসুরা৷ রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিজেপি বিরোধী মঞ্চ গঠনে তৃণমূলের সহজ টার্গেট ত্রিপুরা৷ একদিকে বাঙালি অধ্যুষিত রাজ্য৷ অন্যদিকে ত্রিপুরায় মিশ্র জনবসতি তৃণমূলের কৌশলী রাজনীতি খেলার জন্য উপযুক্ত বলে মনে করছেন নেতৃবৃন্দ৷ ফলে, ত্রিপুরায় বিজেপিকে ধাক্কা দিয়ে সারা দেশে বার্তা দিতে চাইছেন মমতা ব্যানার্জী৷

আজ ব্রাত্য বসুরা স্পষ্ট করে দিয়েছেন, তাঁরা ত্রিপুরায় কয়েকদিন থাকবেন৷ তাজা সূত্রের খবরে আগামীকাল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং ডারেক ও ব্রায়েনের রাজ্যে আগমনে নতুন সমীকরণ দেখা যাবে বলে মনে করা যাচ্ছে৷ এরই সাথে তৃণমূল সুত্রে দাবি ৩০ জুলাই ত্রিপুরায় আসবেন অভিষেক ব্যানার্জীও৷ ফলে, রাজ্যে বিধানসভা ভোটের প্রায় ২০ মাস বাকি থাকতেই ভোটের খেলা জমে উঠবে বলেই মনে করছে রাজনৈতিক মহল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *