BRAKING NEWS

বিয়ের ২৬ দিন পর যুবকের অস্বাভাবিক মৃত্যু, খুনের মামলা নেয়নি পুলিশ, তদন্ত শুরু করতে আদালতের নির্দেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মে৷৷ বিয়ের মাত্র ২৬ দিন পর নিজ ঘরেই অনিরুদ্ধ চক্রবর্তী নামের জনৈক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় অবশেষে আদালতের নির্দেশে তদন্ত শুরু হতে চলেছে৷ তাঁর স্ত্রী-র বিরুদ্ধে খুনের অভিযোগ এনেছেন মৃতের বাবা পূর্ণ চক্রবর্তী৷ কিন্তু পশ্চিম আগরতলা থানা এবং পশ্চিম জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েও বিচার না পেয়ে আদালতের শরণাপন্ন হন তিনি, জানালেন আইনজীবী রঘুনাথ মুখার্জি৷ তাঁর কথায়, ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩০২, ২০১ এবং ১২০বি ধারায় আদালতে মামলা নেওয়ার জন্য সরাসরি অভিযোগ দাখিল করা হয়েছে৷ আদালত আবেদনে সন্তষ্ট হয়েছে এবং আগামী ২৫ জুনের মধ্যে তদন্ত সম্পন্ন করে রিপোর্ট জমা দিতে পশ্চিম আগরতলা থানার ওসিকে নির্দেশ দিয়েছে৷


প্রসঙ্গত, গত ১৯ মে রাতে রামনগর এলাকার বাসিন্দা পূর্ণ চক্রবর্তীর একমাত্র সন্তান অনিরুদ্ধ চক্রবর্তীর অস্বাভাবিক মৃত্যু হয়৷ স্বামীর মৃত্যুর কিছুক্ষণের মধ্যেই তাঁর স্ত্রী বাপের বাড়ি চলে যান৷ ওই ঘটনায় অনিরুদ্ধকে খুন করা হয়েছে বলে পুত্রবধূর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন মৃতের বাবা৷ অভিযোগ, পশ্চিম আগরতলা থানা মামলা নেয়নি৷ ফলে বিচারের আশায় তিনি পশ্চিম জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হন৷ কিন্তু তাতেও কোনও সুবিচার হওয়ার কোনও লক্ষণ দেখতে না পেয়ে আইনজীবী রঘুনাথ মুখার্জির সাথে দেখা করেন পূর্ণ চক্রবর্তী৷


আইনজীবী রঘুনাথ মুখার্জি বলেন, পূর্ণ চক্রবর্তী ছেলের মৃত্যুর বিচারের জন্য আমার সাথে যোগাযোগ করেন৷ সে মোতাবেক তাঁর কাছ থেকে সমস্ত বিষয় জেনে মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে পিটিশন দিয়ে সরাসরি অভিযোগ করেছি৷ তিনি বলেন, আদালতে বিচারক পিপি পাল আবেদনের পক্ষে বক্তব্যে সন্তষ্ট হয়ে পশ্চিম আগরতলা থানার ওসিকে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন৷ তাঁর কথায়, আদালত আগামী ২৫ জুনের মধ্যে তদন্ত সম্পন্ন করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *