BRAKING NEWS

ফের বাড়ল সংক্রমণ, ব্রাজিলে কোভিডে মৃত্যু বেড়ে ৪.২৫-লক্ষাধিক

রিও ডি জেনেইরো, ১২ মে (হি.স.): ব্রাজিলে ফের বাড়ল দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা। মৃত্যুর সংখ্যাও দুই হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। বিগত ২৪ ঘন্টায় ব্রাজিলে করোনায় মৃত্যু হয়েছে ২,২৭৫ জনের, এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭১,০১৮ জন। ফলে এযাবৎ ব্রাজিলে ৪ লক্ষ ২৫ হাজারেরও বেশি করোনা-আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বিগত ২৪ ঘন্টায় (মঙ্গলবার সারা দিনে) ব্রাজিলে নতুন করে ২,২৭৫ জনের মৃত্যু হয়েছে, ফলে ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা ৪ লক্ষ ২৫ হাজার ৭১১-তে পৌঁছেছে।

বিগত ২৪ ঘন্টায় করোনা-সংক্রমিত রোগীর সংখ্যা অনেকটাই বেড়েছে ব্রাজিলে, একইসঙ্গে সুস্থতার হারও ঊর্ধ্বমুখী। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, মঙ্গলবার সারা দিনে ব্রাজিলে নতুন করে ৭১,০১৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে ব্রাজিলে ১৫,২৮৫,০৪৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৩,৮৪৭,১৯১ জন। ব্রাজিলে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ১০,১২,১৪৬ জন। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *