BRAKING NEWS

শান্তিরবাজারে আক্রান্ত মানিক সরকার, তদন্ত কমিটি গঠন, ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট চেয়েছেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ মে (হি.স.)৷৷ ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার এবং বিধায়ক বাদল চৌধুরী ও বিধায়ক সুধন দাস সহ সিপিএম নেতৃবৃন্দের ওপর গতকাল শান্তিরবাজারে আক্রমণের ঘটনায় দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ সুপারের কাছে ৪৮ ঘণ্টার মধ্যে বিস্তারিত রিপোর্ট চেয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তিনি একটি বিশেষ দল গঠন করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন৷ পাশাপাশি এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা বাহিনী মোতায়নের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷


প্রসঙ্গত, গতকাল দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজারে আক্রান্ত সিপিএম কর্মী নারায়ণ দাসের খোঁজ নিতে গিয়েছিলেন মানিক সরকার সহ অন্যান্যরা৷ সেখানে তাঁরা আক্রমণের শিকার হন৷ স্থানীয় কিছু উত্তেজিত জনতা মানিক সরকার সহ অন্যদের লক্ষ্য করে ইট-পাটকেল, জলের বোতল ইত্যাদি ছুঁড়ে মেরেছিলেন৷ তাতে বাদল চৌধুরী মাথায় আঘাত পেয়েছেন৷ এডিসি-র প্রাক্তন এমডিসি পরীক্ষিত মুড়া সিঙের গাড়ি ভাঙচুর করেছে দুষৃকতীরা, এমনটাই দাবি তাঁদের৷


পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কর্মীরা কোনও মতে তাঁদের উদ্ধার করে নিরাপদে আগরতলার উদ্দেশ্যে রওনা করতে সক্ষম হয়েছিলেন৷ আগরতলায় ফিরে সাংবাদিক সম্মেলনে মানিক সরকার ঘটনার সামগ্রিক বিবরণ দিয়ে দাবি করেছিলেন, ত্রিপুরায় জঙ্গলের শাসন কায়েম হয়েছে৷ তিনি ওই ঘটনার জন্য পুলিশের ঊর্ধতন কর্তৃপক্ষকে দায়ী করেছেন৷
এদিকে, সাংসদ প্রতিমা ভৌমিক ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন৷ বিধায়ক সুদীপ রায় বর্মণও একইভাবে ওই ঘটনার নিন্দা জানিয়েছেন৷ আজ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ সুপারকে একটি তদন্ত কমিটি গঠন করে ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *