BRAKING NEWS

বিক্ষোভরত অবস্থায় গুরু নানকের প্রতি প্রার্থনা জ্ঞাপন কৃষকদের, হল প্রসাদ বিতরণ

নয়াদিল্লি, ৩০ নভেম্বর (হি. স.): বিশ্বজুড়ে পরম শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে গুরু নানক জয়ন্তী। দিল্লি-হরিয়ানা সীমান্তে বিক্ষোভরত কৃষকরা শ্রদ্ধার সঙ্গে গুরু নানক জয়ন্তী পালন করেন। অবস্থান বিক্ষোভরত পরিস্থিতিতে শিখ ধর্মের প্রবর্তক গুরু নানকের প্রতি প্রার্থনা জ্ঞাপন করেন তারা। পরে প্রসাদও বিতরণ করা হয়।


 সোমবার হরিয়ানা-দিল্লির টিকরি এবং সিন্ধু সীমান্তে বিক্ষোভরত অবস্থায় কৃষকরা প্রার্থনা করেন। উৎসবের দিনেও বিক্ষোভ প্রসঙ্গে বলতে গিয়ে ভারতীয় কিষান ইউনিয়ন (দাউবা) সভাপতি মনজিৎ সিংহ জানিয়েছেন, যদিও কৃষকরা পঞ্জাব থেকে দিল্লিতে বিক্ষোভ দেখাতে এসেছে তবুও তারা প্রবল উৎসাহে সঙ্গে গুরু নানক জয়ন্তী পালন করেছে। দিনটি খুবই পবিত্র। প্রবল উৎসাহে সঙ্গে গুরু পরব উদযাপন করাটা পঞ্জাবের সংস্কার। এদিন রাত্রেও এই উদযাপন জারি থাকবে। কীর্তনের পাশাপাশি প্রদীপও জ্বালানো হবে। পঞ্জাব থেকে দিল্লি সীমান্তে নিয়ে আসা ট্রাক্টর এবং ট্রলির গায়ে মোমবাতি জ্বালানো হবে। গুরু নানকের আশীর্বাদের সরকারের শুভ বুদ্ধির উদয় হোক। তারা এই কালা আইনকে বিলুপ্তি করুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *