BRAKING NEWS

বেকারত্ব প্রসঙ্গে ফের নীতীশ কুমারের বিরুদ্ধে সরব তেজস্বী যাদব

নয়াদিল্লি, ২৩ নভেম্বর (হি. স.): বিধানসভা নির্বাচন শেষ হয়ে গিয়েছে। ক্ষমতায় ধরে রাখতে সক্ষম হয়েছে বিজেপি- জেডিইউ নেতৃত্বাধীন এন ডি এ জোট। কিন্তু এখনও বেকারত্ব সহ একাধিক বিষয়ে দ্বন্দ্ব অব্যহত বিহার রাজনীতিতে।

সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরজেডি নেতা তথা বিহার রাজনীতির নয়া তারকা তেজস্বী যাদব জানিয়েছেন, দেশের বেকারত্বের রাজধানীতে পরিণত হয়েছে বিহার। জনগণ অপেক্ষা করতে নারাজ। আগামী এক মাসের মধ্যে প্রতিশ্রুতি মত তারা (বিজেপি- জেডিইউ জোট সরকার) যদি ১৯ লক্ষ কর্মসংস্থান দিতে না পারে তবে জনগণের সাথে জোটবদ্ধ হয়ে রাজ্যজুড়ে আন্দোলন হবে।

উল্লেখ করা যেতে পারে, সদ্যসমাপ্ত বিহার বিধানসভা নির্বাচনের সময় বেকারত্ব ও কর্মসংস্থান অন্যতম জ্বলন্ত প্রসঙ্গ হয়ে দেখা দিয়েছিল। নির্বাচনের সময় ১৯ লক্ষ কর্মসংস্থানের প্রতিশ্রুতি বিজেপি-জেডিইউ জোটের তরফের দেওয়া হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *