BRAKING NEWS

বিহারে মহারণ, ৩ নভেম্বর দ্বিতীয় দফার ভোট

পাটনা, ২ নভেম্বর (হি.স.): বিহারে প্রথম দফার ভোট ইতিমধ্যেই মিটেছে। ৩ নভেম্বর, মঙ্গলবার বিহারে দ্বিতীয় দফার ভোট। বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায়, মঙ্গলবার প্রায় ১,৫০০ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন ২.৮৫ কোটির বেশি ভোটার। দ্বিতীয় দফায় ভাগ্যপরীক্ষা হবে লালু প্রসাদ যাদবের পুত্র, রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর তেজস্বী যাদবের, এছাড়াও নীতীশ কুমার সরকারের বেশ কয়েকজন মন্ত্রীরও ভাগ্য পরীক্ষা হবে মঙ্গলবার। দ্বিতীয় দফায় বিহারের ১৭টি জেলার ৯৪টি বিধানসভা আসনে হবে ভোটগ্রহণ হবে। ভোট হবে ৪১,৩৬২টি পোলিং বুথে।


বিহারের বৈশালী জেলার রাঘোপুর আসন থেকে লড়ছেন তেজস্বী যাদব। তেজস্বীর দাদা তেজ প্রতাপ যাদবের ভাগ্য পরীক্ষা হবে সমস্তিপুর জেলার হাসানপুর বিধানসভা আসনে। দ্বিতীয় দফার ভোটে নীতীশ কুমার সরকারের কয়েকজন মন্ত্রীরও ভাগ্য ইভিএমবন্দি হবে। এই মন্ত্রীরা হলেন-নন্দ কিশোর যাদব, রাম সেবক সিং এবং রাণা রণধীর সিং।


প্রথম দফার মতোই, কোভিড-১৯ পরিস্থিতিতে করোনাবিধি মেনে সুষ্ঠু ভাবে ভোট করানোই নির্বাচন কমিশনের প্রধান লক্ষ্য। কোভিড-সংক্রমণের মধ্যে ভোটগ্রহণ ঘিরে একাধিক বন্দোবস্ত করেছে নির্বাচন কমিশন। বুথের সংখ্যা যেমন বাড়ানো হয়েছে, তেমনই মেয়াদ বেড়েছে ভোটগ্রহণের সময়সীমারও। সকাল ৭টা থেকে শুরু হবে ভোট। মাওবাদী প্রভাবিত এলাকা ছাড়া ভোটগ্রহণ নেওয়া হবে বিকেল ৫টার পরিবর্তে সন্ধ্যা ৬টা পর্যন্ত। দ্বিতীয় দফার ভোট মিটলে, বিহারে তৃতীয় দফার ভোটগ্রহণ হবে ৭ নভেম্বর। বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে ১০ নভেম্বর। তৃতীয় দফায়-৭ নভেম্বর ১৫টি জেলার ৭৮টি বিধানসভা আসনে হবে ভোটগ্রহণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *