BRAKING NEWS

রাজস্থানের সবকটি লোকসভা আসনেই জিতবে কংগ্রেস, দাবি সচিনের

জয়পুর, ৪ মে (হি.স.) : হিন্দি বলয়ের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য রাজস্থানে কংগ্রেসের ভাল ফল করার ব্যাপারে আশাবাদী প্রদেশ কংগ্রেস সভাপতি সচিন পাইলট। শনিবার জয়পুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সচিন পাইলট দাবি করেন, রাজ্যজুড়ে কংগ্রেসের পক্ষে হওয়া বইছে। রাজস্থানে ২৫টি আসনই পাবে কংগ্রেস।

বিজেপির বিরুদ্ধে তোপ দেগে সচিন পাইলট বলেন, জনগণের কাছে গত পাঁচ বছরের উন্নয়নের হিসাব তুলে ধরতে ব্যর্থ হয়েছে বিজেপি। নির্বাচনী প্রচারে প্রশাসনিক পরিষেবা, ব্যবসা-বাণিজ্য সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়া উচিত। কংগ্রেস ইতিবাচক ভাবে প্রচার চালালেও। বিজেপি উন্নয়ন হিসেব জনগণের কাছে দিতে ব্যর্থ হয়েছে। বিজেপি কোনও নেতাই কর্মসংস্থান, কৃষকের দুরবস্থা নিয়ে আলোচনা করতে প্রস্তুত নয়। জনগণকে বিভ্রান্ত করছে বিজেপি। রাজ্যজুড়ে কংগ্রেসের পক্ষে হওয়া বইছে। রাজ্যের সবকটি আসন অর্থাৎ ২৫টিতে জিতেই সেই লক্ষ্যপূরণ করবে কংগ্রেস।পাশাপাশি নির্বাচনী প্রচারে নেতাদের আপত্তিজনক মন্তব্য প্রসঙ্গে নিজের ক্ষোভ উগড়ে দিয়ে সচিন পাইলট বলেন, রাজনৈতিক সংস্কৃতি নিম্নগামী হয়ে পড়েছে। যা বড়ই চিন্তার বিষয়। রাজনৈতিক নেতারা নিজেদের ভাষণে নেতিবাচক এবং আপত্তিজনক মন্তব্য করে নতুন প্রজন্মের কাছে নেতিবাচক উদাহরণ রাখছেন।

পাশাপাশি রাজস্থানের কংগ্রেস শাসনের ইতিবাচক দিক তুলে ধরে রাজ্যর উপ-মুখ্যমন্ত্রী সচিন পাইলট বলেন, গত ডিসেম্বরে একশো দিনের কাজে যেখানে ৯ লক্ষ মানুষ যুক্ত হয়েছিল সেখানে তা বেড়ে দাঁড়িয়েছে ৩১ লক্ষে।উল্লেখ্য, ২০১৪ সালের লোকসভা নির্বাচনে রাজস্থানে সবকটি আসনে জিতেছিল বিজেপি। এবার পাল্টা বিজেপিকে কঠিন লড়াই দিতে প্রস্তুত কংগ্রেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *