BRAKING NEWS

লোকসভা নির্বাচন : বারামুল্লায় ভোট দিলেন কাশ্মীরি পণ্ডিতরা, ছত্তিশগড়ে ন’টা পর্যন্ত ভোট পড়েছে ১০.২ শতাংশ

নয়াদিল্লি, ১১ এপ্রিল (হি.স.): দামামা বেজে গিয়েছিল অনেক আগেই| অবশেষে যুদ্ধটাও শুরু হয়ে গেল| দেশের পরবর্তী সরকার বাছতে শুরু হয়ে গিয়েছে সপ্তদশ লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ| বৃহস্পতিবার উনিশের লোকসভা নির্বাচনের প্রথম দফায় ১৮টি রাজ্য এবং দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে চলছে ভোটগ্রহণ| উত্তরাখণ্ডে সকাল সকাল ভোট দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত এবং দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী যথাক্রমে হরিশ রাওয়াত এবং রমেশ পোখরিয়াল নিশাঙ্ক| অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় সপরিবারে ভোট দিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র সুপ্রিমো এন চন্দ্রবাবু নাইডু| অরুণাচল প্রদেশে ভোট দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু| তেলেঙ্গানায় ভোট দিয়েছেন হায়দরাবাদের প্রার্থী তথা এআইএমআইএম-এর প্রধান আসাদউদ্দিন ওয়েইসি| মহারাষ্ট্রের নাগপুরে ভোট দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতকীন গড়কড়ি প্রমুখ| নাগপুর সংসদীয় কেন্দ্রের ২২০ নম্বর ৱুথে ভোট দিয়েছেন নাগপুরের প্রার্থী নীতীন গড়কড়ি| অসমের ডিব্রুগড়ে ভোট দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল| জম্মু ও কাশ্মীরের বারামুল্লা সংসদীয় কেন্দ্রের অন্তর্গত উধমপুরে ভোট দিয়েছেন কাশ্মীরি পণ্ডিতরা| একজন ভোটার জানিয়েছেন, ‘আমরা এখানে অভিবাসী| ভোট দেওয়া আমাদের দায়িত্ব| আমরা বারামুল্লায় ফিরতে চাই|’ জম্মু ও কাশ্মীরে সকাল থেকেই পোলিং বুথের সামনে ভোটারদের লম্বা লাইন চোখে পড়েছে| একই ছবি ধরা পড়েছে ছত্তিশগড়ের দান্তেওয়াড়াতেও| গত ৯ এপ্রিল দান্তেওয়াড়ায় মাওবাদী হামলায় প্রাণ হারান বিজেপি বিধায়ক এবং চারজন পার্সোনাল সিকিউরিটি অফিসার| তা সত্ত্বেও, দান্তেওয়াড়ার জনগণকে ঘরে আটকে রাখা সম্ভব হয়নি|

ভোটগ্রহণ শুরু হওয়ার পর প্রথম দুই ঘন্টায়, অর্থাত্ সকাল ন’টা পর্যন্ত নাগাল্যান্ড সংসদীয় কেন্দ্রে ভোট পড়েছে ২১ শতাংশ, উত্তর প্রদেশের সাহারানপুরে ভোট পড়েছে ৮ শতাংশ, কৈরানায় ১০ শতাংশ, মুজাফফরনগরে ১০ শতাংশ, মেরঠে ১০ শতাংশ, বিজনোরে ১১ শতাংশ, বাঘপতে ১১ শতাংশ, গাজিয়াবাদে ১২ শতাংশ এবং গৌতমৱুদ্ধ নগরে ভোট পড়েছে ১২ শতাংশ| অন্যদিকে, পশ্চিমবঙ্গের কোচবিহার এবং আলিপুরদুয়ার এই দু’টি লোকসভা কেন্দ্রে সকাল ন’টা পর্যন্ত ভোট পড়েছে ১৮.১২ শতাংশ (কোচবিহার ১৭.৮৯ শতাংশ এবং আলিপুরদুয়ার ১৮.৩৯ শতাংশ), মিজোরামে ন’টা পর্যন্ত ভোট পড়েছে ১৭.৫ শতাংশ, ছত্তিশগড়ে ১০.২ শতাংশ, মণিপুরে ১৫.৬ শতাংশ, তেলেঙ্গানায় ১০.৬ শতাংশ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৫.৮৩ শতাংশ, অসমে ১০.২ শতাংশ, অরুণাচল প্রদেশে ১৩.৩ শতাংশ এবং লাক্ষাদ্বীপে ৯.৮৩ শতাংশ|

গোটা দেশে এখনও পর্যন্ত শান্তিতেই ভোটগ্রহণ চলছে| তবে, পশ্চিমবঙ্গের কোচবিহার এবং আলিপুরদুয়ার লোকসভা আসনের ভোটে বিক্ষিপ্ত সংঘর্ষ ও ছাপ্পা ভোটের অভিযোগ প্রকাশ্যে এসেছে| আবারও কোথাও কোথাও ইভিএম-ও বিকল হয়ে গিয়েছে| অন্যদিকে, অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার গুটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) মাটিতে আছড়ে ফেলেন জনসেনা বিধায়ক মধুসূদন গুপ্তা| প্রসঙ্গত, গেটা দেশে এবার মোট সাত দফায় উনিশের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে| বৃহস্পতিবার (১১ এপ্রিল) প্রথম দফায় ভোটগ্রহণ শুরু হয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল-সহ দেশের ২০টি রাজ্যে| ৫৪৩ আসনের লড়াইয়ে প্রথম দফায় মোট ৯১টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে| এদিন অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, অসম, বিহার, ছত্তিশগড়, জম্মু ও কাশ্মীর, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ওডিশা, সিকিম, তেলেঙ্গানা, ত্রিপুরা, উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাক্ষাদ্বীপে ভোটগ্রহণ শুরু হয়েছে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *