BRAKING NEWS

পাঁচ বছরে নিহত আধাসামরিক বাহিনীর ৩১৬ সেনা

নয়াদিল্লি, ৮ জানুয়ারি (হি. স.) : গত ২০১৪ সাল থেকে ২০১৮ পর্যন্ত পাঁচ বছরে দেশের বিভিন্ন প্রান্তে আধাসামরিক বাহিনীর প্রায় ৩১৬ জন সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার লোকসভায় প্রশ্নোত্তর পর্বে একথা জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী কিরেন রিজিজু। তিনি বলেন, বিগত পাঁচ বছরে বিভিন্ন সংঘর্ষে মারা গিয়েছেন আধাসামরিক বাহিনীর প্রায় ৩১৬ সেনা।


এদিনের লোকসভায় কিরেন রিজিজু বলেন, \”দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সংর্ষে ২০১৮ সালে ৬১ জন আধাসামরিক বাহিনীর সেনা, ২০১৭সালে ৭০ জন সেনা, ২০১৬ সালে ৭১ জন, ২০১৫ সালে ৪৩ জন এবং ২০১৪ সালে ৭১ জন সেনা মারা গিয়েছেন। এই পাঁচ বছরে আধাসামরিক বাহিনীর মধ্যে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ), সীমান্ত প্রতিরক্ষা বাহিনী (বিএসএফ), কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ), সশস্ত্র সীমা বল, এবং ইন্দো-তিব্বত সীমান্ত বাহিনী এবং আসাম রাইফেলসের সেনাকর্মীরা নিহত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *