BRAKING NEWS

অগস্টা ইস্যুতে রাজনীতি চায় না বিজেপি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ ডিসেম্বর৷৷ দেশের সুরক্ষার সাথে যুক্ত এমন কোনও ইস্যুতেই রাজনীতি করতে চায় না বিজেপি৷ সোমবার একথা জানিয়ে বিজেপি নেতৃত্ব আরও বলেছে সুরক্ষার প্রশ্ণে কোনও রাজনৈতিক দলই যাতে রাজনীতির ময়দান গরম না করেন৷ সেই সাথে বলেছেন, যেহেতু বিষয়টি আদালতে বিচারাধীনসেজন্য আদালতেই গোটা বিষয়টা নিয়ে যা সিদ্ধান্ত নেবার তাই নেবে৷
এদিন এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি সহ সভাপতি আশিষ কুমার সাহা বলেন, আগষ্টা ওয়েস্টল্যান্ড ইস্যুতে একের পর এক বহু কেন্দ্রীয় তাবড় নেতার নাম উঠে এসেছে৷ ইতালিয়ান আদালত এ ব্যাপারে অনেককেই দোষি সাব্যস্ত করে সাজাও দিয়েছে৷ এদের মধ্যেই ২০১৭ সালে ইউপিএ-তে দালাল ক্রিশ্চিয়ান মিশেলকে ভারতে ফিরিয়ে আনার দাবী জানায়৷ সেই অনুযায়ী ২০১৮ সালে যখন ভারতে এনে দালাল ক্রিশ্চিয়ান মিশেলকে জিজ্ঞাসাবাদ করা হয় তখন তিনিই ইডি আদালতের জেরার মুখে সর্বভারতীয় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর নাম আনে৷ এনিয়েই দেশজুড়ে আরও বেশি করে জনসমক্ষে আসে বিষয়টি৷ সঠিকভাবে নাম না বললেও ইতালির আদালতে এদেশের প্রভাবশালী নেতৃতবরা যে ৩৬০ কোটি টাকা ঘুষ নিয়েছেন তাও প্রমাণিত হল তিনি জানান৷
এদিন বিজেপির প্রদেশ মুখপাত্র ডাঃ অশোক সিনহা জানিয়েছেন, আসলে গোটা বিষয়টিই দেশের সুরক্ষার সাথে জড়িত৷ এজন্যই বিজেপি যেমন বিষয়টি নিয়ে কোনও ধরনের রাজনীতি করতে চায় না, অন্যান্য রাজনৈতিক দলগুলিও যাতে এনিয়ে রাজনীতি না করে তারই আবদেন জানান তিনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *