BRAKING NEWS

এবার অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-২০ লিগেও ফর্মে রয়েছেন মুজিব উর রহমান

ব্রিসবেন, ২২ ডিসেম্বর (হি.স.) : এবার অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-২০ লিগ বিগ ব্যাশেও রং ছড়াতে শুরু করলেন ১৭ বছরের ডানহাতি অফস্পিনার আফগান তারকা মুজিব উর রহমান। তিনি অভিষেক মরশুমেই ইন্ডিয়ান প্রিমিয়র লিগে চমক দেখিয়েছেন ।
মূলত আইপিএলের সাফল্য দিয়েই ক্রিকেটবিশ্বকে নিজেকে প্রমাণ করেছেন মুজিব। কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে ১১ ম্যাচে ১৪ উইকেট নেওয়ার সুবাদেই বিগ ব্যাশ লিগের চুক্তি হাতে পেয়েছেন। সব থেকে কম বয়সি ক্রিকেটার হিসাবে বিগ ব্যাশ লিগে নাম লিখিয়ে মুজিব ইতিমধ্যেই নজির গড়েছেন। এবার বিগ ব্যাশে ব্রিসবেন হিটের হয়ে অভিষেক ম্যাচেই আক্ষরিক অর্থে বিশ্বরেকর্ড গড়ে বসলেন আফিগান তারকা। মূলত স্পিনার হলেও মুজিব বিশ্বরেকর্ড গড়েন ব্যাট হাতে। তাই অ্যাডিলেড স্ট্রাইকারের বিরুদ্ধে ম্যাচে স্বাভাবিকভাবেই এগারো নম্বরে ব্যাট করতে এসেছিলেন বিগ ব্যাশে। কাকতলীয়ভাবে ৩টি বাউন্ডারির সাহায্যে ২২ বলে ২৭ রানের যোগদান রাখেন দলের ইনিংসে। ক্যাপ্টেন ক্রিস লিনের ৩৩ রানের পর দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার ছিলেন মুজিব। যে কোনও ধরণের ক্রিকেটে তাঁর কেরিয়ারের এটাই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *