BRAKING NEWS

ছত্তিশগড়ের রাজনন্দগাঁওতে মাওবাদীদের গুলিতে নিহত এক গ্রামবাসী

রায়পুর, ২ ডিসেম্বর (হি.স.) : পুলিশের চর সন্দেহে মাওবাদীদের গুলিতে নিহত এক গ্রামবাসী। চাঞ্চল্যকর ঘটনাটি শনিবার রাতে ছত্তিশগড়ের রাজনন্দগাঁও জেলার বেলগাঁও গ্রামে ঘটেছে। নিহত গ্রামবাসীর নাম নরেশ সালামে। বয়স ২৮। পেশায় কৃষক।

রবিবার পুলিশের তরফে জানানো হয়েছে, শনিবার রাতে বাড়িতে বসে টিভি দেখছিলেন নরেশ। সেই সময় একদল মাওবাদী তার উপর চড়াও হয়। বাড়িতে থেকে টেনে ছেঁচড়ে তুলে নিয়ে গিয়ে গুলি করে নরেশকে খুন করে মাওবাদীরা। পুলিশের চর সন্দেহে মাওবাদীরা তাকে খুন করেছে। মৃতদেহের পাশে হাতে লাল কালিতে লেখা একটি পোস্টার উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়। মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। মাওবাদীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

এদিন মাওবাদীদের ‘পিপল’স লিবারেশন গুরিলা আর্মি (পিএলজিএ) সপ্তাহ’ শুরু হয়েছে। চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত। ফলে মাওবাদীদের গতিবিধি অনেক বেশি বেড়ে গিয়েছে। অন্যদিকে মাওবাদীদের দমনে তৎপর প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *