BRAKING NEWS

মধ্যপ্রদেশ পুলিশের কড়া চেকিংয়ে বাজেয়াপ্ত অবৈধ অস্ত্র ও নিষিদ্ধ মদ

ভিন্ড, ১১ নভেম্বর (হি. স.) : মধ্যপ্রদেশের ভিন্ড জেলায় আসন্ন বিধানসভা নির্বাচনের ঠিক আগে জেলার বিভিন্ন থানার অন্তর্গত এলাকাগুলিতে কড়া তৎপরতার সাথে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। এই অভিযান চলাকালীন শনিবার রাতে জেলার ছটি থানার অন্তর্গত এলাকা থেকে অবৈধ অস্ত্র এবং তেরো থানার পুলিশ নিষিদ্ধ মদ বাজেয়াপ্ত করেছে। পুলিশ হাতিয়ারধারীদের বিরুদ্ধে ২৫/২৭ আর্মস এক্ট এবং নিষিদ্ধ মদ বিক্রেতাদের বিরুদ্ধে ৩৪ আবগারি এক্ট ধারায় মামলা দায়ের করেছে।
শনিবার গভীর রাতে মোট পাঁচটি অবৈধ দেশি বন্দুক, তিনটি দেশি রিভলভার এবং ২৮০ নিষিদ্ধ দেশি মদের সিকি বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ কন্ট্রোল রুমের খবর, শনিবার গভীর রাতে জেলার মিহোনা, আটেরা, ফুপ, আমায়ন এবং কোতোয়ালীতে ৩১৫ বোরের এক-একটি বন্দুক এবং এক যুবকের কাছ থেকে সওয়া লাখ গোরের তিনটি বহুমূল্য দেশি রিভলভার বাজেয়াপ্ত করেছে ভারোলি থানার পুলিশ। ওই যুবক এই রিভলভারগুলি অন্যত্র নিয়ে যাচ্ছিল বেচার জন্য, তখনই গোপন সূত্রের খবর পেয়ে পুলিশ তাকে আটকায়। এছাড়াও, জেলার তেরোটি থানা যথাক্রমে আন্দরি, অসোয়ার, বরোহী, সুরপুরা, ফুপ, দাবো, মৌ, গোরমী, গোহদ, বরাসো, আমায়ন, শহর এবং দেহাত কোতোয়ালী থানার পুলিশ আনুমানিক সতেরো হাজার টাকা মূল্যের প্রায় ২৮০ নিষিদ্ধ দেশি মদের সিকি বাজেয়াপ্ত করেছে এবং ১৩ জনের বিরুদ্ধে ৩৪ আবগারি এক্ট ধারায় মামলা দায়ের করেছে বলে পুলিশ সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *