BRAKING NEWS

শীর্ষ আদালতে ৩৫-এ শুনানি, কড়া নিরাপত্তা কাশ্মীর উপত্যকায়

নয়াদিল্লি ও শ্রীনগর, ৩১ আগস্ট (হি.স.): কিছুদিন আগেই সংবিধানের ৩৫-এ ধারার বিরুদ্ধে আবেদনের শুনানি পিছিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট। অবশেষে শুক্রবার, ৩১ আগস্ট ফের ওই মামলার শুনানি হবে। সংবিধানের ৩৫-এ ধারা অনুযায়ী জম্মু ও কাশ্মীরের ‘স্থায়ী বাসিন্দা’রা বিশেষ অধিকার ভোগ করেন। এই ধারার বিরুদ্ধে ২০১৪ সালে শীর্ষ আদালতের দ্বারস্থ হন এক স্বেচ্ছাসেবী সংগঠন-সহ বেশ কয়েক জন আবেদনকারী। কাশ্মীরের কেবল বিচ্ছিন্নতাবাদীরা নয়, মূলস্রোতের রাজনৈতিক দলগুলিও এই ধারা খারিজের বিরোধী। ২০১৪ সালে সুপ্রিম কোর্টে ওই ধারার বিরুদ্ধে আবেদনগুলি পেশ হয়েছে। ইতিমধ্যেই বিচার প্রক্রিয়া বেশ কিছুটা এগিয়েছে।
শীর্ষ আদালতে সংবিধানের ৩৫-এ ধারা নিয়ে শুনানি হওয়ার প্রাক্কালে, বৃহস্পতিবার থেকেই জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর সহ কাশ্মীর উপত্যকার বিভিন্ন প্রান্তে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কড়া নিরাপত্তা বলবৎ থাকবে শুক্রবারও। শুক্রবার সকাল থেকেই কার্যত স্তব্ধ কাশ্মীর উপত্যকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *