BRAKING NEWS

বৃষ্টি ও বন্যায় প্রাণহানি, দেশজুড়ে প্রাকৃতিক দুর্যোগে মৃত্যু ৯৯৩ জনের

নয়াদিল্লি, ২৭ আগস্ট (হি.স.): চলতি বর্ষার মরসুমে বৃষ্টি, বন্যা ও ভূমিধসের কারণে দেশজুড়ে প্রাণ হারালেন অনন্তপক্ষে ৯৯৩ জন| মৃতের সংখ্যা সর্বাধিক দক্ষিণ ভারতের রাজ্য কেরলেই| কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের জাতীয় ইমার্জেন্সি রেসপন্স সেন্টার (এনইআরসি)-এর তরফে জানানো হয়েছে, চলতি বর্ষার মরসুমে কেরলে অন্ততপক্ষে ৪০০ জনের মৃত্যু হয়েছে| এছাড়াও উত্তর প্রদেশে ২০৪ জন, পশ্চিমবঙ্গে ১৯৫ জন, কর্ণাটকে ১৬১ জন এবং অসমে ৪৬ জন মারা গিয়েছেন| এছাড়াও বৃষ্টি জনিত কারণে আহতের সংখ্যা ৩০০-রও বেশি| স্বরাষ্ট্রমন্ত্রকের এনইআরসি-এর তরফে জানানো হয়েছে, বৃষ্টি জনিত কারণে নিখোঁজ কমপক্ষে ৪০ জন| তাঁদের মধ্যে কেরলে নিখোঁজের সংখ্যা সবচেয়ে বেশি|
কেরলে সাম্প্রতি বন্যার প্রভাব পড়েছে ৫৪ লক্ষ মানুষের উপর| ত্রাণশিবিরে রয়েছেন ২.৪৫ লক্ষ মানুষ| কেরল, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, কর্ণাটক ও অসম ছাড়াও, বন্যার অভিশাপ নেমে এসেছে মহারাষ্ট্র, নাগাল্যান্ড এবং গুজরাটেও|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *