BRAKING NEWS

আইনে সংশোধন ছাড়া একযোগে নির্বাচন অসম্ভব : মুখ্য নির্বাচন কমিশনার

নয়াদিল্লি, ১৪ আগস্ট (হি.স.): এক দেশ, এক ভোট| এই দাবিতে তত্পর ভারতীয় জনতা পার্টি| লোকসভার সঙ্গে সমস্ত রাজ্যের বিধানসভা ভোট সেরে ফেলতে চায় ভারতীয় জনতা পার্টি| এ বিষয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের একটি চিঠি নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় আইন কমিশনের সঙ্গে দেখা করেছেন বিজেপির প্রতিনিধি দলের সদস্যরা| বিজেপির মতে, এক দেশ, এক ভোটে খরচ কমবে| এই পরিস্থিতিতে মঙ্গলবার এক দেশ, এক ভোট প্রসঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার ও পি রাওয়াত জানিয়েছেন, ‘আইনে সংশোধন ছাড়া একযোগে নির্বাচন অসম্ভব| কিন্তু, যদি পর্যায়ক্রমে নির্বাচন অনুষ্ঠিত হয়, যেমন একসঙ্গে ১১টি রাজ্যের নির্বাচন, সেক্ষেত্রে সম্ভাবনা রয়েছে| তবে, সে জন্য সংশ্লিষ্ট বিধানসভার অনুমোদন প্রয়োজন রয়েছে|’

এক দেশ, এক ভোট| এই দাবিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের একটি চিঠি নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় আইন কমিশনের সঙ্গে দেখা করেছেন বিজেপির প্রতিনিধি দলের সদস্যরা| চিঠিতে উল্লেখ, ভিন্ন সময়ে নির্বাচন হওয়ার কারণে সরকারের বিপুল খরচ হয়| এক দেশ, এক ভোটে খরচ কমবে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *