BRAKING NEWS

ভোট ব্যাঙ্কের জন্য অনুপ্রবেশকে মদত দিচ্ছে কয়েকটি রাজনৈতিক দল : বিজেপি

কোচবিহার, ৩ আগস্ট (হি.স.): ভোট ব্যাঙ্কের জন্য অনুপ্রবেশকে মদত দিয়েছে কয়েকটি রাজনৈতিক দল। শুক্রবার কোচবিহারে এমনই মন্তব্য করেন ভারতীয় জনতা যুব মোর্চার জাতীয় সাধারণ সম্পাদক অভিজাত মিশ্র।

দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে জাতীয় নাগরিকত্বপঞ্জিকরনের প্রয়োজন ছিল অসমে । এমনটাই মনে করেন ভারতীয় জনতা যুব মোর্চার জাতীয় সাধারণ সম্পাদক অভিজাত মিশ্র। আগামী ১১ আগস্ট কলকাতায় যুব সমাবেশের আয়োজিত করা হচ্ছে যুব মোর্চার তরফে। সেখানে সংগঠনের নেতৃত্ব বাদেও ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের আসার কথা । ওই সভার প্রস্তুতি নিয়ে দলের সাংগঠনিক কাজে শুক্রবার কোচবিহারে এসেছেন ভারতীয় জনতা যুব মোর্চার জাতীয় সাধারণ সম্পাদক । এদিন কোচবিহার জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন তিনি, সেখানেই তিনি এই দাবি করেন| সেখানে তিনি বলেন, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে জাতীয় নাগরিকত্বপঞ্জিকরনের প্রয়োজন ছিল অসমে । ভোট ব্যাঙ্কের জন্য অনুপ্রবেশকে মদত দিয়েছে কয়েকটি রাজনৈতিক দল। দেশের স্বার্থ বিনষ্ট করে এরা শুধু রাজনৈতিক খেলা খেলেছে। আর এই সুযোগ নিয়ে আতঙ্কবাদিরা স্থায়ীভাবে ডেরা গেড়েছে এই দেশে |

পাশাপাশি এদিন তিনি আরও বলেন, লুঠেরাদের রাজত্ব হয়েছে পশ্চিমবঙ্গে। এনআরসি নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে এরাজ্যের মুখ্যমন্ত্রী। আগামী দিনে তার ভোট ব্যাঙ্কেও যে থাবা বসবে সেই আশঙ্কা থেকেই তিনি মানুষকে বিভ্রান্ত করছেন। তৃণমূলের প্রতিনিধি দল বাংলা থেকে গিয়ে অসমে অশান্তি সৃষ্টির চেষ্টা করেছে বলে অভিযোগ করেন তিনি। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে অসমে সরকারের এই পদক্ষেপ বলে দাবি করেন, বিজেপির যুব সংগঠনের সর্বভারতীয় স্তরের এই নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *