BRAKING NEWS

ভারত-চিন সীমান্তে মৃদু ভূকম্পন, কম্পাঙ্ক ৪.৫

নয়াদিল্লি, ১৯ জুন (হি.স.): আবারও ভূমিকম্পের আতঙ্ক| এবার মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল ভারত (জম্মু ও কাশ্মীর)-চিন সীমান্তবর্তী অঞ্চল| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৫| ভূতত্ত্ববিদরা জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৫.১৫ মিনিট নাগাদ ৪.৫ তীব্রতা মৃদু ভূকম্পন অনুভত হয় জম্মু ও কাশ্মীরের, ভারত-চিন সীমান্তবর্তী অঞ্চলে| রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর পাওয়া যায়নি|
ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, মঙ্গলবার সকাল ৫.১৫ মিনিট নাগাদ ৪.৫ তীব্রতা মৃদু ভূকম্পন অনুভত হয় জম্মু ও কাশ্মীরের, ভারত-চিন সীমান্তবর্তী অঞ্চলে| ভূমিকম্পের উত্সস্থল ছিল ৩৫.৮ উত্তর অক্ষাংশ এবং ৭৮.৬ পূর্ব দ্রাঘিমাংশ, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে| মৃদু ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির কোনও খবর নেই|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *