BRAKING NEWS

আজ থেকে টানা তিনদিন বৃষ্টির ঝাপটা খেতে হবে রাজ্যবাসীকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ এপ্রিল৷৷ টানা তিনদিন বৃষ্টির ঝাপটা খেতে হবে রাজ্যবাসীকে৷ আবহাওয়ার পূর্বভাসে এমনটাই অনুমান করা হচ্ছে৷ শনিবার সারারাজ্যে সামান্য বৃষ্টিপাত হবে ঠিকই কিন্তু সাথে বজ্রপাত এবং ঝড়ো বাতাস বইতে পারে বলেও অনুমান করা হচ্ছে৷ তবে, রবিবার ও সোমবার সারারাজ্যে ভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর৷

বিমানবন্দর স্থির আবহাওয়া দপ্তর জানিয়েছে, সমগ্র উত্তর পূর্বাঞ্চলেই আগামী কাল থেকে প্রচন্ড বৃষ্টিপাত হবে৷ তবে, রবিবার ও সোমবারই সবচেয়ে বেশি বৃষ্টিপাত হবে অঞ্চলে৷

ধারনা করা হচ্ছে, ভারি বর্ষণের ফলে রাজ্যে বিভিন্ন এলাকায় মারাত্মক ভাবে প্লাবিত হবে৷ নদিগুলির জলস্তর বিপদ সীমার উপর দিয়ে বইতে পারে বলেও অনুমান করা হচ্ছে৷ স্বাভাবিক ভাবেই রবিবার ও সোমবার ভারি বর্ষণের ফলে শহর আগরতলাবাসীকে নাজেহাল হতে হবে বলেই আশঙ্কা করা হচ্ছে৷ কারণ, বৃষ্টিপাতের পরিমান স্বাভাবিকের তুলনায় বেশি হলেই রাজধানী আগরতলার বিভিন্ন রাজপথ জলমগ্ণ হবেই৷ অবশ্য, রবিবার ছুটির দিন হওয়ায় সরকারি কর্মচারীরা কিছুটা স্বস্তি বোধ করবেন৷ কিন্তু সোমবার তাদেরও নাজেহাল হতে হবে বলেই অনুমান করা হচ্ছে৷

দিল্লি স্থিত আবহাওয়া বিভাগের রিপোর্ট অনুযায়ী, এবছর দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টিপাতের পরিমান গত বছরের তুলনায় বেশি হবে৷ সেই তালিকায় উত্তর পূর্বাঞ্চল সহ ত্রিপুরাও  রয়েছে৷ আবহাওয়া বিভাগের মতে, এ রাজ্যেও গত বছরের তুলনায় এ বছর বৃষ্টিপাতের পরিমাণ বেশি হবে৷ স্বাভাবিক ভাবেই এখন থেকেই চাষিরা দুশ্চিন্তায় পরেছেন৷ দুর্যোগ মোকাবিলায় প্রশাসনের তরফে আগাম প্রস্তুতি নিয়ে রাখারও নির্দেশ দেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *