BRAKING NEWS

গুজরাটে জয়ী হবে বিজেপি, দাবি প্রকাশ জাভড়েকরের

রাজকোট,১১ নভেম্বর (হি.স.): গুজরাটে জয়ী হবে ভারতীয় জনতা পার্টিই (বিজেপি), কংগ্রেস হল জনবিরোধী দল| শনিবার এমনই দাবি করলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকর| আগামী ৯ ডিসেম্বর এবং ১৪ ডিসেম্বর দু’দফায় বিধানসভা নির্বাচন গুজরাটে| হাতে আর বেশি দিন বাকি নেই| তার আগে শনিবার থেকে উত্তর গুজরাটে বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করে দিয়েছেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী| এমতাবস্থায় কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাভড়েকরের দাবি, ‘গুজরাটে জয়ী হবে ভারতীয় জনতা পার্টিই| রাজ্য সরকারের কাজের ভিত্তিতে বিশাল জয় পাবে ভারতীয় জনতা পার্টি’ কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেছেন, ‘গুজরাট সরকারের সবচেয়ে উল্লেখযোগ্য কাজ হল সৌরাষ্ট্র এবং কচ্ছ অঞ্চলে নর্মদার জল নিয়ে আসা| কংগ্রেস সর্বদা নর্মদা প্রকল্পের কাজ বন্ধ করার চেষ্টা করেছে| কংগ্রেস জনবিরোধী, তাই মানুষ বিজেপির পাশেই রয়েছে|’
উল্লেখ্য, আগামী ৯ ডিসেম্বর এবং ১৪ ডিসেম্বর দু’দফায় বিধানসভা নির্বাচন গুজরাটে| ফল ঘোষণা হবে আগামী ১৮ ডিসেম্বর| এমতাবস্থায় শনিবার থেকে উত্তর গুজরাটে বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করে দিয়েছেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী| শনিবার সকালে গান্ধীনগরে এসে পৌঁছন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী| নির্বাচনী প্রচার শুরু করার আগে অক্ষরধাম মন্দিরে গিয়ে পুজো দেন সোনিয়া-পুত্র| আগামী তিন দিন উত্তর গুজরাটের ছয় জেলায় বিধানসভা নির্বাচনের প্রচার করবেন তিনি|
উত্তর গুজরাটে রাহুল গান্ধীর এই সফরকে তীব্র ভাষায় নিন্দা করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)| গুজরাটের উপ-মুখ্যমন্ত্রী নীতীন প্যাটেল রাহুল গান্ধীর সফরকে তীব্র ভাষায় নিন্দা করে বলেছেন, ‘বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাহুল গান্ধী শুধু মন্দির দর্শন করছেন কেন? মানুষ তাঁদের উদ্দেশ্য জানেন| তাঁদের মধ্যে ভক্তির কোনও প্রবণতা আছে বলে আমার মনে হয় না, কারণ রাহুল গান্ধী এর আগের সফর গুলিতে কোনও মন্দিরই পরিদর্শন করেননি|’ উপ-মুখ্যমন্ত্রী নীতীন প্যাটেলের এই মন্তব্যের প্রেক্ষিতে কংগ্রেস নেতা এস গোহিল জানিয়েছেন, ‘কেউ কি ভক্তির উপর পেটেন্ট আছেন? তাঁরা মন্দির দর্শনের বিরোধিতা করছে| গুজরাটের মানুষ তাঁদের উচিত শিক্ষা দেবে|’ কংগ্রেস নেতার দাবি, ‘হিন্দু মন্দির ছাড়াও জৈন মন্দির ও গুরুদ্বার পরিদর্শন করেছেন রাহুল গান্ধী| আমরা ধর্মনিরপেক্ষতায় বিশ্বাস করি|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *