BRAKING NEWS

বিশালগড়ে জাতীয় সড়ক অবরোধ সিট্যুর দাদাগিরিতে জনমনে ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩ সেপ্ঢেম্বর৷৷ সামান্য ঘটনাকে কেন্দ্র করে লঙ্কাকান্ড বিশালগড়ে৷ সিট্যুর দাদাগিরিতে তটস্ত বিশালগড়েরর স্বর্ণ ব্যবসায়ীরা৷ পুলিশকে হুমকি দিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ থানার সামনে৷ সামান্য ঘটনাকে কেন্দ্র করে সিট্যুর মিছিল ও অবরোধ ঘিরে বিশালগড়ের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে৷ সিট্যুর স্থানীয় নেতাদের বিরুদ্ধে আম জনতার মধ্যে বাড়ছে ক্ষোভ৷
শনিবার অটোর ধাক্কায় এক বাইসাইকেল আরোহী আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে৷ তাতে সিট্যুর দাদাগিরি বেড়ে যায়৷ অনিল ভৌমিক নামে এক বাইসাইকেল আরোহীকে ধাক্কা দেয় সিট্যু সমর্থিত অটো চালক দিপঙ্কর সাহা৷ শনিবার এই ঘটনায় বাইসাইকেল আরোহীকে গ্রেপ্তারের দাবীতে অটো চালক বিশালগড় থানায় গিয়ে স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে৷ সিট্যুর নেতারা পুলিশকে হুঁশিয়ারী দিয়ে বলেছে রবিবার আটর মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করতে হবে৷ কিন্তু, পুলিশ এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি৷ এর প্রতিবাদে রবিবার সকাল আনুমানিক সাড়ে দশটা নাগাদ বিশালগড় থানার সামনে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে৷ সিট্যুর দাদাগিরি ও নেতাদের এই ভূমিকায় বিশালগড় বাজার ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়৷ জাতীয় সড়ক অবরোধের খবর পেয়ে ছুটে যায় পুলিশের পদস্থ আধিকারীকরা৷ সিট্যুর নেতাদের সাথে আলোচনায় বসে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দেওয়া হলে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়৷ সিট্যু নেতাদের দাদাগিরি বন্ধ না হলে আগামীদিনে তারা বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে বলে হুঁশিয়ারী দিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *