BRAKING NEWS

ত্রিপুরা এখন উত্তর-পূর্বাঞ্চলে শান্তির নীড় পরিবেশ নষ্টের চেষ্টা চলছে ঃ স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ আগস্ট৷৷ হেজামারা ব্লকের দংগর বাড়িতে নবনির্মিত ১০ শয্যা বিশিষ্ট দ্বিতল হেজামারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে৷ স্বাস্থ্য মন্ত্রী বাদল চৌধুরী ফিতা কেটে ও ফলক উন্মোচন করে এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করেন৷ এস পি এ প্রকল্পে ২৩৭১ বর্গ মিটার জায়গার উপর এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নির্মাণে ৪ কোটি ৬২ লক্ষ টাকা ব্যয় হয়েছে৷ গ্রামোন্নয়ন দপ্তর এটি নির্মাণ করেছে৷ উদ্বোধকের ভাষণে স্বাস্থ্য মন্ত্রী বাদল চৌধুরী বলেন, রাজ্য সরকার চায় সকলের জন্য স্বাস্থ্য৷ এই স্বাস্থ্য পরিষেবাকে সর্বত্র সমভাবে পৌঁছে দেবার উদ্যোগ নেওয়া হয়েছে৷ খুব শীঘ্রই নবনির্মিত লেফুঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি চালু করা হবে৷ মোহনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটিকে মহকুমা হাসপাতালে উন্নীত করা হবে এবং কাতলামারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মান আরো উন্নত করা হবে৷ স্বাস্থ্য মন্ত্রী বলেন, কেবল স্বাস্থ্য কেন্দ্রের বাড়ি তৈরী করে, নার্স দিয়ে আমরা কাজ শেষ করতে চাই না৷ চাই সকলকে স্বাস্থ্য সম্বন্ধে সচেতন করতে৷ স্বাস্থ্য মন্ত্রী বলেন, এ ডি সি এলাকার উন্নয়নের কাজ চলছে৷ একে আরো ত্বরান্তিক করতে হবে৷ তিনি বলেন, ত্রিপুরা এখন উত্তর-পূর্বাঞ্চলে শান্তির নীড়৷ কিন্তু একটা অংশ এই শান্তির পরিবেশ নষ্ট করতে চাইছে৷ এর থেকে আমাদের সবাইকে সাবধান ও সতর্ক থাকতে হবে৷ প্রধান অতিথির ভাষণে বিধায়ক প্রণব দেববর্মা এলাকায় শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান৷ তিনি বলেন, কেবল সুন্দর হাসপাতাল গড়ে উঠলেই হবে না৷ একে রক্ষণা বেক্ষণের দায়িত্বও সকলে মিলে নিতে হবে৷ অনুষ্ঠানে এম ডি সি জহর দেববর্মাও হেজামারা সাব জোন্যাল কমিটির চেয়ারম্যান হানি দেববর্মা বক্তব্য রাখেন৷ বিশেষ অতিথির ভাষণে পশ্চিম জেলার জেলা শাসক ডাঃ মিলিন্দ রামটেকে বলেন, রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েত ও ভিলেজ কমিটিতে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেবার কাজ চলছে৷ এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন এরই অঙ্গ৷ বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তা ডাঃ এন ডার্লং, গ্রামোন্নয়ন দপ্তরের মুখ্য বাস্তুকার ক্ষুদিরাম ত্রিপুরা ও মোহনপুরের মহকুমা শাসক শুভাশিস দাস প্রমুখ৷ স্বাগত ভাষন দেন পশ্চিম জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ গৌতম দেবনাথ৷ সভাপতিত্ব করেন হেজামারা বি এ সি চেয়ারম্যান এম ডি সি কুমুদ দেববর্মা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *