BRAKING NEWS

হ্যারিকেন হার্ভের তাণ্ডবে তছনছ টেক্সাস

টেক্সাস,২৬ আগস্ট (হি.স.) : হ্যারিকেন হার্ভের তাণ্ডবে তছনছ টেক্সাস উপকূলবর্তী এলাকা ঘণ্টায় ২১৫ কিলোমিটার বেগে স্থানীয় সময় শুক্রবার রাত ১১টা নাগাদ আমেরিকার টেক্সাস উপকূলে বন্দর শহর রকপোর্টে আছড়ে পড়ে ক্যাটাগরি ফোর হারিকেন হার্ভি।
ঘূর্ণিঝড়ের সঙ্গেই চলছে তুমুল সঙ্গে বৃষ্টি। ৷ বহু এলাকায় বিদ্যুতের খুঁটি উপড়ে বন্ধ রাস্তা ৷ গৃহহীন হয়ে পড়েছে এলাকার লক্ষাধিক বাসিন্দা ৷ শুধু বন্দর শহর করপাস ক্রিস্টিতেই প্রায় ৩২,০০০ বাড়ি অন্ধকারে ডুবে গিয়েছে। বিদ্যুৎ দফতর সূত্রে জানানো হয়েছে তাদের দু’হাজার কর্মী যুদ্ধকালীন তৎপরতা কাজ করছেন। আমেরিকার জাতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টা টেক্সাস এবং লুইজিয়ানায় পরপর ঘূর্ণিঝড় হতে পারে। টেক্সাসে ভয়াবহ হড়পা বান আসতে পারে। ইতিমধ্যেই প্রায় ১৩ ফুট উঁচু সমুদ্রের ঢেউ উঠছে টেক্সাস উপকূলে। উপূকূলবর্তী এলাকা এবং লাগোয়া অঞ্চল থেকে কয়েক হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। বন্দর শহর আরানসাসের ৯০ শতাংশই খালি করা হয়েছে। ২০০৪ সালের পর আমেরিকায় এটাই সবথেকে বড় ঝড় ৷ টেক্সাস প্রশাসনকে সবরকম সাহায্যের জন্য সরকারকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় দু’হাজার কর্মী যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *