BRAKING NEWS

প্রতিবেশী রাষ্ট্রগুলির সাথে ভারতের সম্পর্ক ক্রমশ খারাপ হচ্ছে ঃ বাদল

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৪ আগষ্ট৷৷ গোটা দেশ যখন ৭১তম স্বাধীনতা দিবস উদ্যাপনের প্রস্তুতি নিচ্ছে, তার ঠিক আগের দিন সোমবার স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী মোদী সরকারকে নিশানা করে বলেন, প্রতিবেশী রাষ্ট্রগুলির সাথে ভারতের সম্পর্ক ক্রমশ খারাপ হচ্ছে৷ পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হিটলারের সাথে তুলনা করে বলেন, দেশে একনায়কতন্ত্র কায়েম করার উদ্দেশ্যেই এক দেশ, এক নেতা, এক ভাষা এই শ্লোগান উঠছে৷ হিটলারও সেই শ্লোগান দিয়েছিলেন৷ এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই কথা বলছেন৷ সোমবার বিলোনিয়ায় সাতমুড়া বাজারে ডিওয়াইএফআই’র তৃতীয় বার্ষিক সম্মেলন উপলক্ষ্যে আয়োজিত প্রকাশ্য সমাবেশে কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই ভাবেই তোপ দাগেন স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী৷
তিনি বলেন, প্রতিবেশী রাষ্ট্রগুলির সাথে সু-সম্পর্ক বজায় থাকলে দেশের উন্নয়ন সঠিক পথে এগোবে৷ কিন্তু মোদী সরকার প্রতিবেশী রাষ্ট্রগুলির সাথে সম্পর্ক ক্রমশ খারাপ করে চলেছে৷ দেশের সার্বভৌমত্বকে ঝঁুকির মুখে ঠেলে দিয়ে হিটলারি কায়দায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক দেশ, এক নেতা, এক ভাষা শ্লোগান দিচ্ছেন৷ তিনি আরও বলেন, ক্ষমতার লালসায় মোদী সরকার সিবিআইকে রাজনীতির হাতিয়ার হিসাবে ব্যবহার করছে৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলায় সেরাজ্যে সিবিআইকে লেলিয়ে দেওয়া হয়েছে৷ শ্রী চৌধুরী বলেন, বলপূর্বক ক্ষমতা দখল করা যায় না৷ এরাজ্যেও তা সম্ভব হবে না৷ কারণ কারোর দয়ায় সিপিএম ক্ষমতায় আসেনি৷ এরাজ্যের মানুষ দীর্ঘ দিনধরে সিপিএমকে ক্ষমতায় ফিরিয়ে আনছে৷ এদিন তিনি আরও বলেন, এরাজ্যে বিজেপিতে বিভিন্ন দলের নেতারা ঘুরাঘুরি করছেন৷ তাতে আসল বিজেপি কারা তা বোঝা যাচ্ছেনা৷ ১৯৮৮ সালের কুশিলবরা এখন বিজেপির নেতা হিসাবে পরিচয় দিচ্ছেন৷ তাদের পরিণতি কি হবে তা আগামী দিনে রাজ্যের মানুষ বুঝিয়ে দেবেন বলে তিনি আশা ব্যক্ত করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *