BRAKING NEWS

বস্টন যাচ্ছেন না পরপর সফরে ক্লান্ত দলাই লামা

নয়াদিল্লি, ১২ আগস্ট (হি.স.) : বস্টন যাচ্ছেন না তিব্বতের আধাত্মিক গুরু দলাই লামা। পরপর সফরে ক্লান্তি কারণেই এই সফর বাতিল করলেন দলাই লামা। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টকে চিঠির মাধ্যমে তিনি যেতে না পারায় ‘গভীর অনুতাপ’ জানান দলাই লামা।
দলাই লামা জানান, তিনি বেশ কিছুদিন ধরে বিভিন্ন কাজের মধ্য দিয়ে ক্লান্তি অনুভব করছেন। চিকিৎসকরা জানিয়েছেন, পরপর সফর করার জন্যই এই ক্লান্তি ও অবসাদ। তাই কিছুদিন লম্বা সফর বাতিল করে বিশ্রাম নিতে বলা হয়েছে দলাই লামাকে।
মঙ্গলবারই বস্টন সফরে যাওয়ার কথা ছিল তিব্বতের আধাত্মিক গুরুর । কিন্তু ‘মানসিক অবসাদের’ কারণে তিনি সেই সফর বাতিল করে দিলেন।
এদিকে চিন সরকার আগেই বস্টনকে দলাই লামার সফর নিয়ে সতর্ক করেছিল। এমনীতেই চিন সরকার বিভিন্ন দেশ সফরে যাতে দলাই লামা যেতে না পারেন তার জন্য চাপ সৃষ্টি করতে থাকে। যা নিয়ে দলাই লামা বলেন, ‘আমি বস্টন সরকার ও প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাতে চাই কারণ চিনের অপ্রতিরোধ্য চাপকে অগ্রাহ্য করে তাঁদের দেশে আমায় স্বাগত জানিয়েছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *